বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এল কেবল ১টি লঞ্চ!
বিএনপি'র আগামীকাল শনিবারের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বরিশাল লঞ্চ ঘাট থেকে কেবল একটি লঞ্চ অল্পসংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ওই লঞ্চটি বরিশাল ঘাট থেকে যাত্রা শুরু করে।
বরিশালের লঞ্চ মালিক সমিতির সূত্রে জানা গেছে, সাধারণত বরিশাল থেকে কমপক্ষে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে প্রতি সন্ধ্যায় ছেড়ে আসে।
এদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় অল্পসংখ্যক যাত্রী লঞ্চঘাটে এসেছেন।
সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু বলেন, 'যাত্রী ছাড়া লঞ্চ চালানো সম্ভব নয়। একটি ট্রিপ দিতে হলে কমপক্ষে ৬০০ যাত্রীর প্রয়োজন।'
কেবল জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়া যাত্রীরাই ওই লঞ্চটিতে চড়েছেন।
ঢাকার যাত্রী শহীদুল ইসলামের নিকটাত্মীয় বিদেশে যাচ্ছেন। শনিবার সন্ধ্যায় তাকে বিমানবন্দরে বিদায় জানাতে ঢাকা যাচ্ছেন শহীদুল। 'আমি জানি শনিবার ঢাকায় বের হওয়া কিছুটা ঝুঁকিপূর্ণ,' তিনি বলেন।
বিভিন্ন লঞ্চের কর্মীরা জানিয়েছেন, ঢাকায় রাজনৈতিক সমাবেশের কারণে গত কয়েকদিন ধরেই লঞ্চগুলোতে যাত্রী কম হচ্ছে।