আবারও ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল?
২০১৮ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা জেগেছে কাতারেও। রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স এবং ক্রোয়েশিয়া এবারও যে পৌঁছে গেছে সেমি-ফাইনালে।
পরপর দুই বিশ্বকাপে একই ফাইনালিস্ট দেখেছে সর্বশেষ ১৯৮৬ এবং ১৯৯০ এর বিশ্বকাপ। যেখানে ১৯৮৬ বিশ্বকাপে জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেটির প্রতিশোধ নেয় জার্মানি (তৎকালীন পশ্চিম জার্মানি)।
কাতার বিশ্বকাপেও সেই সম্ভাবনা বেশ ভালোভাবেই জিইয়ে আছে। সেমি-ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া, ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো।
দুই দলই যদি নিজেদের বাধা পার হতে পারে তাহলে ৩২ বছর পর আবারও ইতিহাসের পুনরাবৃত্তি দেখবে বিশ্বকাপ। যদি সেটা হয়েই যায়, ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছে হারের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে ক্রোয়াটরা।
আর ফ্রান্স জিতলে ইতালি এবং ব্রাজিলের পর বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ধরে রাখা তৃতীয় দল হবে তারা। যে কীর্তি সর্বশেষ গড়েছিল ব্রাজিল পরপর ১৯৫৮ এবং ১৯৬২ বিশ্বকাপ জিতে।