ডাউনিং স্ট্রিট ছাড়ার পর শুধু বক্তৃতা দিয়েই ২ মাসে মিলিয়ন পাউন্ডের বেশি আয় বরিস জনসনের
ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর দুই মাসে চারটি জনবক্তব্য দিয়ে এক মিলিয়ন পাউন্ডের বেশি আয় করেছেন বরিস জনসন। খবর দ্য গার্ডিয়ান-এর।
এসব বক্তৃতা তিনি দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। প্রধানমন্ত্রীর পদ হারালেও এখনো ব্রিটেনের একজন এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন বরিস।
ডাউনিং স্ট্রিট ও চেকার্স কোর্ট ছাড়ার পর টরি দলের দাতা লর্ড বামফোর্ড ও তার স্ত্রীর কাছ থেকে বিনা খরচে থাকার সুবাদে আরও ৪০,০০০ পাউন্ডের সমমূল্যের সুবিধা নিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বরিসের এ আর্থিক বিবরণী হাউস অব কমন্সের সর্বশেষ ইন্টারেস্ট রেজিস্টারে প্রকাশ করা হয়েছে।
অর্থাগম হওয়া বরিসের এ বক্তৃতাগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের সেন্টারভিউ বিনিয়োগ ব্যাংকারদের কাছ থেকে ২৭৭,৭২৩ পাউন্ড, ভারতের দ্য হিন্দুস্তান টাইমস থেকে ২৬১,৬৫২ পাউন্ড, ও লিসবনের টেলিভিসাও ইন্ডিপেন্ডেন্টে থেকে ২১৫,২৭৫ পাউন্ড।
এছাড়া সেপ্টেম্বর মাসে মার্কিন ইন্স্যুরেন্স দালালদের কাছ থেকে ২৭৬,০০০ পাউন্ড গ্রহণ করেছেন তিনি।
অ্যাডভাইজরি কমিটি অন বিজনেস অ্যাপয়েন্টমেন্ট (আ্যাকোবা)-এর কাছ থেকে হ্যারি ওয়াকার এজেন্সির মাধ্যমে এখন বক্তৃতা দেওয়ার অনুমতি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।
তবে নিয়ম হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর ছাড়ার পর মাইনেসহ কাজ করতে হলে তাকে তিন মাস অপেক্ষা করতে হবে। বরিস সে নিয়ম মানছেন না বলেই দেখা যাচ্ছে।
এর আগেও অ্যাকোবা'র নিয়ম ভেঙেছিলেন জনসন। ফরেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব ছাড়ার পর ডেইলি টেলিগ্রাফের একটি কলামের কথা প্রকাশ করেননি তিনি।
তবে এসব নিয়ম ভাঙার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেই। এজন্য অনেকে অ্যাকোবাকে নখদন্তহীন বাঘ বলে অভিহিত করেন।
ডিসেম্বর মাসে সিঙ্গাপুরে ব্লকচেইন প্রযু্ক্তির ওপর ভাষণ দিয়েছেন জনসন। ওই অনুষ্ঠান থেকে কত অর্থ পেয়েছেন তা এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রে রুপার্ট মারডকের কাছ থেকে ১১,০০০ পাউন্ড সমমূল্যের আতিথেয়তা গ্রহণ করার কথা জানিয়েছিলেন বরিস। এছাড়া হিথরো এয়ারপোর্টের রয়্যাল স্যুট ব্যবহারের মাধ্যমে ২০,০০০ পাউন্ডের সমমূল্যের আতিথেয়তার কথাও ঘোষণা করেন তিনি।