দেশের বর্তমান ৩৪ বিলিয়ন ডলারের রিজার্ভ সন্তোষজনক: অর্থমন্ত্রী
বাংলাদেশের ৩৪ বিলিয়ন ডলারের বর্তমান রিজার্ভকে চলমান বৈশ্বিক পরিস্থিতির সাপেক্ষে সন্তোষজনক হিসেবে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, 'আমরা সাত বিলিয়ন ডলার রিজার্ভ নিয়ে শুরু করে সেটাকে ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করি। বর্তমানে বৈশ্বিক সংঘাতের কারণে আমাদের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে এটাও তুলনামূলক অনেক বেশি এবং প্রতিদিনই রিজার্ভের পরিমাণ বাড়ছে।'
আ হ ম মুস্তফা কামাল বলেন, '২০০৮ সালে আমরা ছিলাম ৬০তম অর্থনীতির দেশ, আর আজ আমরা বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ। এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সকলের প্রচেষ্টায়।'
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।