'মেসি কোথায়?' বলে ভাইরাল হওয়া সেই সৌদি ফুটবল ভক্ত এখন আর্জেন্টিনা সমর্থক!
চলমান কাতার বিশ্বকাপে শুরু থেকেই হট ফেভারিট হিসেবে নাম ছিল লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনার। গোছানো দল, লিওনেল মেসির নেতৃত্ব এবং কোচ স্কালোনির অধীনে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড; সব মিলিয়ে আর্জেন্টিনাকে ধরা হয়েছিল বিশ্বকাপের অন্যতম দাবিদার। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় 'অঘটন' এর জন্ম দেয় দলটি। কোটি কোটি ভক্তের স্বপ্ন গুড়িয়ে দিয়ে শুরু হয় জটিল সমীকরণ। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকেই স্বরূপে ফিরতে শুরু করেন মেসি-আলভারেজরা। এখন সেই আর্জেন্টিনা রবিবার ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলার অপেক্ষায়।
আর্জেন্টিনার একের পর এক চোখ ধাধানো পারফরমেন্সে সৌদি আরবের কাছে হারের স্মৃতি এখন প্রায় ভুলেই গিয়েছেন ভক্তরা। আর যদি বিশ্বকাপ জিততে পারে আলবিসেলেস্তেরা, তাহলে হয়তো সেই এক ম্যাচের কথা সৌদি সমর্থকরা ছাড়া কেউ মনেই রাখবে না।
তবে একথা অস্বীকারের উপায় নেই যে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর অতিমাত্রায় উল্লাসিত হয়ে পড়েছিলেন দেশটির সমর্থকরা। আর্জেন্টিনার মতো একটি দলকে হারানোর আতিশয্যে অনেক রকম পাগলামোই দেখা গেছে তাদের মধ্যে। কিন্তু এদের মধ্যে একজন সমর্থক বিশেষভাবে নজর কেড়েছেন।
সৌদি আরব-আর্জেন্টিনা ম্যাচ শেষে একজন সাংবাদিক যখন মাইক্রোফোন হাতে ম্যাচ প্রসঙ্গে কথা বলছিলেন, তখন জনৈক সৌদি সমর্থক ক্যামেরার সামনে এসে বিদ্রুপের স্বরে, অঙ্গভঙ্গি করে বলতে থাকেন- 'হয়্যার ইজ মেসি? হয়্যার ইজ মেসি?' অর্থাৎ, 'মেসি কোথায়?' তাকে অনুকরণ করে আরও কয়েকজন একই সুরে বলতে থাকেন, 'মেসি কোথায়?' সৌদি ভক্তের এই ভিডিও শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, সম্প্রতি সেই সৌদি ভক্ত আবারও সাংবাদিকদের ক্যামেরায় সামনে ধরা পড়েছেন। কিন্তু স্টেডিয়ামের বাইরে এবার তাকেই দেখা গেছে আর্জেন্টিনার জার্সি গায়ে! এবার তিনি 'ভামো আর্জেন্টিনা!' বলে লিওনেল মেসির দলকে সমর্থন দিচ্ছিলেন!
আকাশি-সাদা জার্সি গায়ে, চশমা পরা ওই সমর্থক বলেন, "মেসি কোথায়? হ্যা, আমিই সেই ভাইরাল কথাগুলো বলেছিলাম। কিন্তু আজ আমি আর্জেন্টিনাকেই সমর্থন দিচ্ছি। আমি আমার আর্জেন্টাইন বন্ধুদের কথা দিয়েছি যে তারা ফাইনালে গেলে আমি আর্জেন্টিনাকেই সমর্থন দিবো।" তবে একথার শেষেও তিনি বলেন, 'ভামো আর্জেন্টিনা! কিন্তু মেসি কোথায়? সৌদি আরব থেকে বলছি।"
তবে সমালোচকদের প্রশ্নের কড়া জবাব দিতেই বোধহয় লিওনেল মেসি তার আসল জায়গাটা দেখিয়েই দিয়েছেন, পৌছে গেছেন বিশ্বকাপের ফাইনালে।
কাতার বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছেন মেসি। এগিয়ে আছেন গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে। গোল ও অ্যাসিস্ট তো আছেই, পাশাপাশি দলকে সহযোগিতা করছেন সর্বোচ্চ মাত্রায়। আর্জেন্টাইন সুপারস্টার তার খেলার মাধ্যমে এতটাই প্রভাব বিস্তার করেছেন যে, প্রতিদ্বন্দ্বী অনেক সমর্থকও এবার ক্ষুদে জাদুকরের হাতেই বিশ্বকাপ ট্রফি দেখতে চাইছেন। বাকিটা নাহয় রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামেই দেখার যাবে!
সূত্র: গিভ মি স্পোর্ট