লুসাইল স্টেডিয়াম: যে মঞ্চে হবে মহারণ
আর মাত্র একটি ম্যাচ, শেষ হবে কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনা এবং ফ্রান্সের লড়াইয়ের ময়দানও প্রস্তুত। লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে আজকের এই মহারণ। যারাই জিতবে, তৃতীবারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিবে।
৮৮ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের আধিক্য থাকবে, এটি নিশ্চিত। তাদের সবার স্বপ্ন একটাই, লিওনেল মেসি যেন উঁচিয়ে ধরতে পারেন স্বপ্নের সোনালি ট্রফিটা। সংখ্যায় কম হলেও ফ্রান্স সমর্থকদের চাওয়া নিজেদের দলের ইতিহাস গড়ুক।
লুসাইল স্টেডিয়ামে ফাইনালের আগে কাতার বিশ্বকাপে ম্যাচ হয়েছে ৬৩ টি। একে একে বিদায় নিয়েছে ৩০ টি দল। বাকি শুধু আর্জেন্টিনা আর ফ্রান্সই, যেকোনো একদল পড়বে বিজয়ের মুকুট।
লুসাইলে এটি হবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পঞ্চম ম্যাচ। কোয়ার্টার-ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচই আর্জেন্টিনা খেলছে লুসাইলে।
টুর্নামেন্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতিও হয়েছিল আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচে। ৮৮ হাজার ৯৬৬ জন খেলা দেখেছেন সেদিন। অপরদিকে ফ্রান্স এই ম্যাচেই প্রথম খেলবে লুসাইলে।
কাতারের দ্বিতীয় বৃহত্তম শহর লুসাইলের বুকে আরব সাগরের কোলঘেষে দাঁড়িয়ে থাকা আইকনিক স্টেডিয়ামে এসে থামবে সব ঢেউ। আর সেই স্রোতে গাঁ ভাসাবে সারা বিশ্বের আনাচে-কানাচে থাকা ফুটবলপ্রেমিরা।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ এই ম্যাচ আয়োজনের জন্য লুসাইলের সবুজ গালিচা পুরোপুরি প্রস্তুত। নিজেদের শৈল্পিক ফুটবলে সেটি এখন রাঙানোর পালা আর্জেন্টিনা এবং ফ্রান্সের।