স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে হতদরিদ্রের ৫৩০ কেজি চাল উদ্ধার
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইউনুস সরদারের (৩২) বাড়ি থেকে হতদরিদ্রের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের ৫৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করেন। পরে ওই চাল বেআইনিভাবে বাড়িতে মজুত রাখার দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্ত ইউনুস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের শ্যালক।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম। এ সময় আদালতকে সহায়তা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) এএফএম শামীম।
উপজেলা নির্বাহী অফিসার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হরিনাথপুর গ্রামে ইউনুস সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৩০ কেজি চাল ১০টি বড় প্লাস্টিকের বস্তায় পাওয়া যায়। ইউনুস সরদারকে দণ্ড দেওয়ার পাশাপাশি, সরকারি ওই চাল কিভাবে ও কে তাকে দিয়েছে, সেটি উদঘাটনের জন্য মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার জানান, সাজা ভোগের জন্য ইউনুস সরদারকে বরিশাল কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।