অ্যাম্বারের সঙ্গে সমঝোতায় ‘সন্তুষ্ট’ জনি, ক্ষতিপূরণ হিসেবে পাওয়া অর্থ দান করে দেবেন
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে দীর্ঘদিন চলা মানহানির মামলা অবশেষে চূড়ান্ত সমাপ্তি ও দুই পক্ষের মধ্যে আর্থিক সমঝোতায় পৌঁছানোয় 'সন্তুষ্টি' প্রকাশ করেছেন জনি ডেপ।
ডেডলাইনকে পাঠানো এক বিবৃতিতে জনি ডেপ জানান, অ্যাম্বার হার্ডের পরিশোধ করা এক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ তিনি বিভিন্ন দাতব্য সংস্থায় দান করে দেবেন।
ডেপের আইনজীবী বেঞ্জামিন চিউই ও ক্যামিল ভাসকেজও জানিয়েছেন, 'সত্যকে প্রকাশ করার বিষয়েই অগ্রাধিকার দিয়েছিলেন' তাদের ক্লায়েন্ট।
যদিও ভার্জিনিয়ার আদালতে কোনো আনুষ্ঠানিক কাগজপত্র জমা দেওয়া হয়নি, তবে এটা আপাতত পরিষ্কার যে ডেপ ও হার্ডের মধ্যে বর্তমান সমঝোতায় দুপক্ষই নিজেদের আপিলের দাবি ত্যাগ করেছেন।
ডেপের বিবৃতিতে মানহানির এ মামলাকে অভিনেতার জন্য 'করুণ অনুচ্ছেদ' হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে সোমবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অ্যাকুয়াম্যান তারকা অ্যাম্বার হার্ড তার সিদ্ধান্তকে 'খুবই কঠিন' হিসেবে অভিহিত করেন।
ইনস্টাগ্রাম পোস্টে হার্ড লিখেন, 'আমার বিরুদ্ধে প্রাক্তন স্বামীর দায়ের করা মানহানির মামলার নিষ্পত্তির বিষয়ে অনেক চিন্তা-ভাবনা করে, এবার এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই বলি, আমি এই পথে আসতে চাইনি। শুধু নিজের সত্যরক্ষা করতে আইনী সাহায্য নিয়েছি। কিন্তু সেটি করতে গিয়েই আমার জীবন ধ্বংস হয়ে গেছে। সামাজিক মাধ্যমে আমি যে অপমানের মুখোমুখি হয়েছি, তা সামনে এগিয়ে আসা নারীদের শিকার হওয়ার যেকোনো অপমানকে ছাপিয়ে গেছে… আর এই জটিলতার মধ্যে থাকতে চাই না।'
হার্ড আরও লিখেন লিখেন, 'আমি এ সিদ্ধান্ত নিয়েছি মার্কিন আইন ব্যবস্থায় আস্থা হারিয়ে…'। তিনি জানান, এ মামলার আগে-পরের ঘটনায় 'বলতে গেলে তিনি তার সর্বস্ব খুইয়েছেন'।
'সত্য বলার জন্য নারীদেরকে ক্ষতি বা দেউলিয়া হওয়ার প্রয়োজন নেই, অথচ দুর্ভাগ্যজনকভাবে এটি বিরল কিছু নয়,' হার্ড লিখেন।
এ ঘটনার মাসখানেক আগে গত জুনের মানহানির মামলার রায় নিয়ে হার্ড ও তার আইনি দল একটি আপিল করেছিলেন।
এ সমঝোতার বিষয়ে জনি ডেপ বা অ্যাম্বার হার্ড কেউই এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্ট-এ অ্যাম্বার হার্ড-এর লেখা একটি মতামতের জন্য ২০১৯ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন জনি ডেপ।
২০২০ সালে অ্যাম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবিতে পাল্টা মামলা করেন।
তবে অবস্থাদৃষ্টে এখন মনে হচ্ছে, শেষ পর্যন্ত অ্যাম্বার হার্ড ও জনি ডেপের আইনি লড়াইয়ের অবসান ঘটল।