সব রেকর্ড ভেঙে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারান
আইপিলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বিক্রি হলেন ইংল্যান্ডের স্যাম কারান। আইপিলের নিলামে কারেনকে ১৮ কোটি ৭৫ লাখ রূপি দিয়ে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন কারান। ধারণা করা হচ্ছিল, আইপিএলের নিলামে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়বে, হলোও তাই।
কারানের নিলাম শুরুর মূল্য ছিল ২ কোটি রূপি। যদিও শুরুতেই তার জন্য ৫ কোটি রূপি দাম তোলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ানস। এরপর রাজস্থান রয়েলস ৭ কোটি দাম হাঁকায় মুম্বাই এবং রাজস্থান নিলাম মূল্য ১০ কোটি রূপির উপরে নিয়ে যায়। এরপর দৃশ্যপটে হাজির হয় চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। এই দুই দল কারানের মূল্য হাঁকায় ১৫ কোটি রূপির উপরে।
এই দুই দলের নিলাম যুদ্ধের মাঝেই নতুন দল হিসেবে কারানের দাম ১৫ কোটি ৭৫ লাখ রূপিতে নিয়ে যায় লখনৌ জায়ান্টস। যদিও হাল ছাড়েনি মুম্বাই এবং পাঞ্জাব।
শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসের হাঁকানো ১৮ কোটি ৫০ লাখ রূপির উপরে আর যেতে পারেনি মুম্বাই। তাই কারানের জন্য যুদ্ধের শেষ হয় এখানেই।
এর আগে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ক্রিস মরিস। তার দাম উঠেছিল ১৬ কোটি ২৫ লাখ রূপি। কারান ছাড়িয়ে গেলেন সেটিকেও।