জন্মদিনে সালমানকে আলিঙ্গন শাহরুখের
মঙ্গলবার সালমান খানের ৫৭তম জন্মদিন। 'ভাই'-এর জন্মদিনের পার্টি বলে কথা। জন্মদিন উপলক্ষে সোমবার রাতেই ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের জন্য বোন অর্পিতা খানের বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন সালমান।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, রাত যত গভীর হয়, একে একে তারকারা সেই পার্টিতে উপস্থিত হতে শুরু করেন। কিন্তু পার্টির আসল তারকা হাজির হন কিছুটা দেরিতেই। তিনি শাহরুখ খান।
সোমবার সালমান খানের জন্মদিনের পার্টি থেকে বেরিয়ে আসার সময় ক্যামেরাবন্দি হলেন শাহরুখ। তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এগিয়ে এলেন স্বয়ং 'সাল্লু ভাই'।
দু'জনের পোশাকেও ছিল সাদৃশ্য। কালো ডেনিমের সঙ্গে সালমান পরেছিলেন কালো ফুল স্লিভ টি-শার্ট। অন্যদিকে শাহরুখকে দেখা গেল কালো কার্গো এবং টি-শার্টে। সেই ছবি এবং ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এই সৌজন্য সাক্ষাৎ দেখে দুই সুপারস্টারের অনুরাগীরাই খুশি। কারও মতে, শাহরুখ-সালমানের এই ভ্রাতৃত্ববোধ শিক্ষণীয়। আবার দু'জনকে দেখে কারও মনে পড়েছে 'করণ অর্জুন' ছবির কথা।
জন্মদিনে পরিবার ছাড়াও বাড়ির বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গেও কেক কাটেন সালমান। জন্মদিনের পার্টির অতিথি তালিকাটিও ছিল বেশ লম্বা। এসেছিলেন কার্তিক আরিয়ান, সোনাক্ষী সিন্হা, টাবু, সিদ্ধান্ত চতুর্বেদী, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি' সুজা, সঙ্গীতা বিজলানি, সুনীল শেঠি, পূজা হেগড়ে প্রমুখ।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে শাহরুখ অভিনীত 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে সালমান ক্যামিও চরিত্রে ছিলেন। আবার সালমানের 'হার দিল জো পেয়ার কারেগা' ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। 'করণ অর্জুন' ও 'হাম তুমহারে হ্যায় সানাম'-এর মতো ছবিতেও তাদের একসঙ্গে দেখেছেন দর্শক।
নিন্দুকরা যাই বলুন না কেন, দু'জনে প্রকাশ্যে কখনও কারও বিরুদ্ধে কটু কথা বলেননি। ২০১৭ সালে সালমানের 'টিউবলাইট' ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। পাল্টা উপহারস্বরূপ সালমান শাহরুখের 'জিরো' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন।