আল-নাসেরের সঙ্গে চুক্তির 'খুব কাছে' রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোর পরবর্তী গন্তব্য এখনও নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য ইউরোপের বড় কয়েকটি ক্লাবে তাকে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন রোনালদো নিজেই। কিন্তু কেউই তাকে নিতে রাজি হয়নি। তাই সৌদি আরবের ক্লাব আল-নাসেরই রোনালদোর পরবর্তী ক্লাব হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে।
গুঞ্জন শোনা যাচ্ছে, রোনালদোর সঙ্গে চুক্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আল-নাসের। রোনালদোর শারীরিক অবস্থা পরীক্ষার জন্য সবকিছু প্রস্তুত করছে ক্লাব কর্তৃপক্ষ।
যদি রোনালদো এই চুক্তিতে শেষ পর্যন্ত রাজি হোন, তাহলে ৩৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রামিক পাওয়া খেলোয়াড় হবেন রোনালদো। খবর অনুযায়ী, বছরে রোনালদোকে ২০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় পড়ায় ২২০০ কোটি টাকা দিবে আল-নাসের।
রোনালদোর সঙ্গে আল-নাসেরের চুক্তি হবে ২০৩০ সাল পর্যন্ত। তবে ৭ বছরের এই মেগা চুক্তিতে রোনালদো আল-নাসেরের খেলোয়াড় হিসেবে খেলবেন ২০২৫ সাল পর্যন্ত।
এরপর সৌদি আরবের ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য করা আবেদনের পক্ষে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করবেন পর্তুগিজ এই মহাতারকা।