দীর্ঘ চিকিৎসার পর আজ দেশে ফিরছেন ডা. সেব্রিনা ফ্লোরা
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে দেশে ফিরছেন আজ।
সেব্রিনা ফ্লোরার স্বামী প্রকৌশলী রবিউল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ (২৯ ডিসেম্বর) সেব্রিনা ফিরছেন। তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এখন বিশ্রামের প্রয়োজন'।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এপিডেমিওলজির অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা চলতি বছরের আগস্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
পাঁচবার নেক্রোসেক্টমির পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
কোভিড -১৯ মহামারির নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে বাংলাদেশের পরিচিত মুখ হয়ে উঠেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।