জানুয়ারিতেই মাঠে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো!
ফুটবল বিশ্বে মেসি বনাম রোনালদোর দ্বৈরথ চলেছে দেড় দশকেরও বেশি সময় ধরে। তবে সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগদানের পর ফুটবল ভক্তরা ধরেই নিয়েছিল মেসি-রোনালদোকে হয়তো প্রতিপক্ষ হিসেবে আর একসাথে মাঠে দেখা যাবে না। কিন্তু না, এই দ্বৈরথ হয়তো এত সহজেই শেষ হচ্ছেনা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর অনুযায়ী, চলতি মাসেই সৌদি আরবে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো।
ক্যারিয়ারের শেষ লগ্নে দুই মহাদেশে দুই ভিন্ন ক্লাবে খেলায় মাঠে এটিই হতে পারে এ দুই ফুটবল তারকার শেষ দেখা। প্রীতি ম্যাচটিতে একদিকে মাঠে নামবে মেসি, এমবাপ্পে ও নেইমারদের মত তারকা নিয়ে গড়া শক্তিশালী দল পিএসজি। অন্যদিকে পিএসজির প্রতিপক্ষ হিসেবে থাকবে সৌদি আরবের দুই প্রখ্যাত ক্লাব আল হিলাল এবং আল নাসেরের যৌথ একাদশ।
মজার ব্যাপার হচ্ছে, ম্যাচটি আয়োজনের কথা ছিল ২০২২ সালের শুরুতে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ম্যাচটি আয়োজন করা তখন সম্ভব হয়নি। চলতি বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে ম্যাচটি আয়োজনের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে যে, আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে এ প্রীতি ম্যাচটি।
যখন লা-লিগায় মেসি বার্সেলোনা ও রোনালদো রিয়াল মাদ্রিদে ছিলেন, তখন এল ক্লাসিকোতে প্রায়ই মুখোমুখি হতেন এই দুই ফুটবল গ্রেট। পরবর্তীতে রোনালদো প্রথমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে এবং এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ট্রান্সফার হয়। অন্যদিকে মেসি শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। ফলে ফুটবল ভক্তদের কাছে মাঠে মেসি ও রোনালদোর মুখোমুখি হওয়ার উপলক্ষ কমতে থাকে।
সদ্য শেষ হওয়া ২০২২ কাতার বিশ্বকাপেও নিজ দেশের হয়ে খেলেছেন এই দুই তারকা। আসরে মেসির আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই ছিটকে যায় রোনালদোর পর্তুগাল। এছাড়াও চলতি মৌসুমে প্রথমে ম্যানচেষ্টার ইউনাইটেড এবং পরবর্তীতে পর্তুগালের একাদশে জায়গা হারানোর পর অনেকটা চাপে পরে যান রোনালদো ।
অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারের পর ইউরোপে অনেকটা বন্ধুহীন হয়ে পড়েছিলেন রোনালদো। আর তাই বিশ্বকাপের পর সকল জল্পনাকে সত্যি করে বার্ষিক ২০০ মিলিয়ন রেকর্ড চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন সিআরসেভেন। আর এই নতুন ক্লাব আল নাসেরের হয়েই রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামাতে যাচ্ছেন।