রোনালদোর প্রভাবে দুইদিনে ৫৭ লাখ অনুসারী পেল আল-নাসের!
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। দুই বছরের চুক্তিতে প্রতি বছর বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা পাবেন তিনি। আল-নাসেরে যোগ দিয়ে তাদেরকে মাঠের খেলায় সাফল্য পেতে সাহায্য করার আগেই শুরু হয়েছে রোনালদোর কারিশমা।
রোনালদো আল-নাসেরে যোগ দিচ্ছেন, এই গুঞ্জন শোনা যাওয়ার পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আল-নাসেরের অনুসারী বাড়তে থাকে হু হু করে। রোনালদোর যোগ দেওয়া নিশ্চিত হওয়ার পর তো সেটি আরো বেড়ে গেছে।
কদিন আগেও আল-নাসেরকে কজন চিনতেন, সেটি নিয়েই সন্দেহ। আর এখন সৌদি আরবের সেই ক্লাবই গুগলে সবথেকে বেশি খোঁজা দলের তালিকায় উপরের দিকে চলে এসেছে। এক ক্রিশ্চিয়ানো রোনালদো বদলে দিয়েছেন ক্লাবের পুরো চেহারা।
রোনালদো যোগ দেওয়ার আগে আল-নাসেরের ইনস্টাগ্রামে অনুসারী ছিল ১০ হাজার ৭০০ জন। আর সেই সংখ্যা দুই দিনের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখে! অর্থাৎ দুইদিনে আল-নাসেরের নতুন ৫৬ লক্ষ ৯০ হাজার অনুসারী যুক্ত হয়েছেন।
এই সংখ্যা যে বাড়তেই থাকবে, তা নিশ্চিত। এখন দেখার বিষয়, রোনালদো প্রভাবে আল-নাসেরের অনুসারী সংখ্যা ইউরোপের বড় ক্লাবগুলোর অনুসারী সংখ্যা থেকে বেশি হয় কিনা।