রোনালদোর চেয়েও পনেরো গুণ ধনী যে ফুটবলার!
সৌদি আরবের ক্লাব আল-নাসেরে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তার মূল চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। যেখানে ২০২৫ সাল পর্যন্ত খেলোয়াড় হিসেবে আল-নাসেরের হয়ে মাঠে নামবেন রোনালদো, বাকি সময়টা সৌদি আরব এবং আল-নাসেরের প্রতিনিধি হিসেবে কাজ করবেন পর্তুগিজ মহাতারকা।
এই চুক্তি অনুযায়ী, রোনালদো প্রতি বছর পাবেন ১৭৩ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা। রোনালদোই এখন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। কিন্তু তবুও, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার নন। বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের সম্পদ রোনালদোর চেয়ে পনেরো গুণ বেশি!
ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান আনুমানিক সম্পদের পরিমাণ ৪২৫ মিলিয়ন পাউন্ড, আল-নাসেরের সঙ্গে চুক্তি শেষ হতে হতে যা দাঁড়াতে পারে ১.৩ বিলিয়ন পাউন্ডে। কিন্তু এতো সম্পদ থাকার পরেও রোনালদো বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের সম্পদের ধারে-কাছেও নেই।
বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হলেন ফাইক বোলকিয়াহ, ব্রুনাইয়ের এই ২৪ বছর বয়সী ফুটবলার একসময় খেলতেন ইংল্যান্ডের বড় ক্লাব, চেলসি ও লেস্টার সিটির বয়সভিত্তিক দলে। বোলকিয়াহ'র সম্পদের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন পাউন্ড। যা রোনালদোর সম্পদের তুলনায় পনেরো গুণ বেশি।
যদিও বোলকিয়াহ এই বিপুল সম্পদ ফুটবল খেলে গড়েননি, এসবই তার পরিবার থেকে পাওয়া। তিনি যে ব্রুনাইয়ের সুলতানের ভাইয়ের ছেলে! রাজ পরিবারের সঙ্গে এই সম্পর্কের কারণেই বোলকিয়াহ হয়েছেন এতো সম্পদের মালিক।
বোলকিয়াহ'র বাবা জেফরি, ব্রুনাইয়ের সুলতানের আপন ভাই। তেল ব্যবসায়ী জেফরি অঢেল সম্পত্তির মালিক। যার ভাগ পেয়েছেন তার ছেলেও। সম্পদ থাকলেও, ফুটবলটা খুব একটা ভালো খেলেন না বোলকিয়াহ, অনেকটা শখের বসেই পেশাদার ফুটবলার হতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রতিভা না থাকায় টিকতে পারেননি। এখন খেলেন থাইল্যান্ডের এক ক্লাবে। যদি ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক তিনিই!
অপরদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পদের পুরোটাই তার ফুটবল প্রতিভা দিয়ে গড়া। তাই রোনালদোর কাছে নিজের সম্পদের মূল্য বোলকিয়াহ'র চেয়ে কম মনে হবে না। কারণ, টাকা থাকলেই তো আর ভালো ফুটবলার হওয়া যায় না, কিন্তু ভালো ফুটবলার হলে টাকা আয় করা যায়।