৩৩৩ এ ফোন করে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিলেন তরুণী
৩৩৩ হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে নিজের বাল্যবিবাহ নিজেই ঠেকিয়ে দিয়েছেন ১৫ বছর বয়সী এক কিশোরী।
শুক্রবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সৈয়দনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আসমা আক্তার নামে সাহসী এই কিশোরী জেলার বালিতখালি দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম আব্দুল হক।
উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন গণমাধ্যমকে জানান, শুক্রবার জুম্মার নামাজের পর আসমার পরিবার এই বিয়ের আয়োজন করে। এসময় আসমা ৩৩৩ হেল্পলাইন নম্বরে ফোন করলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে যান এবং বাল্যবিবাহে বাধা দেন। উপস্থিত মোবাইল কোর্ট আসমার বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং আসমা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যাতে এমন পদক্ষেপ যেন আর না নেন, সে মর্মে লিখিত নেন।
এসময় পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ১২ এপ্রিল সরকারি তথ্য ও সেবা এবং সামাজিক সমস্যার প্রতিকারে সহায়তার সরকার চালু করে হেল্পলাইন ৩৩৩।
যে কোনো ফোন (মোবাইল বা ফিক্সড লাইন ফোন ) থেকে এই নম্বরে ফোন করলে সরকারি বিভিন্ন তথ্য সেবা, কর্মকর্তাদের তথ্য, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকারসহ পর্যটন ও জেলা সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়া যাবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় দেয়া হয় এই সেবা। ২৪ ঘণ্টাই এই সেবা চালু থাকে।