কেউ বিশ্বাসঘাতকতা করলেও, আস্থা হারালে চলবে না: শাকিরার বার্তার বিশ্বাসঘাতক কি পিকে!
স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের দীর্ঘ এক যুগের সম্পর্ক ছিল কলম্বিয়ান পপ তারকা শাকিরার। সেলিব্রেটি জুটি হওয়ায় ফুটবল বিশ্বে শাকিরা ও পিকে ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে গত বছর সবাইকে চমকে দিয়ে পিকের সাথে বিচ্ছেদের ঘোষণা দেন শাকিরা। সম্প্রতি নতুন বছর উপলক্ষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের উদ্দেশ্য ইনস্টাগ্রামে আবেগী এক বার্তা লিখেছেন।
গেল সোমবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টটিতে শাকিরা মূলত গত বছর পিকের সাথে বিচ্ছেদের কঠিন সময়ের কথা স্মরণ করেছেন। একই সাথে সাথে ভবিষ্যতের জন্য নিজেকে মানসিকভাবে শক্ত রাখার কথাও জানিয়েছেন। কলম্বিয়ান এ তারকা বলেন, "নতুন বছরেও ক্ষত বয়ে বেড়াচ্ছি। কিন্তু সময় সবচেয়ে বড় চিকিৎসক। কেউ বিশ্বাসঘাতকতা করলেও, আস্থা হারালে চলবে না। অবজ্ঞার মুখে নিজেকে মূল্য দিতে শিখুন।"
২০১০ ফুটবল বিশ্বকাপের সময় বার্সেলোনার তারকা ফুটবলার পিকের সাথে পরিচয় হয় শাকিরার। ভালোবাসায় ঘেরা এ সম্পর্ক ২০২২ সালে এসে শেষ হয় তিক্ততায়। শুধু তাই নয়, সম্পর্কে শেষে পিকের বিরুদ্ধে পরোক্ষভাবে বিশ্বাসঘাতকতার অভিযোগও তোলেন কলম্বিয়ান এ শিল্পী।
ইনস্টাগ্রাম পোস্টে শাকিরা বলেন, "আমাদের জীবনে খারাপের চেয়ে ভালো মানুষই বেশি। অসংবেদনশীল মানুষের চেয়ে সহানুভূতিশীল মানুষ বেশি। জীবন থেকে যারা চলে যায় তাদের সংখ্যা কম এবং যারা আমাদের পাশে থাকে তাদের সংখ্যাই বেশি।"
গত বছর নিজের প্রকাশিত 'তে ফেলিসিতো' গানের লিরিক্সে প্রতারক প্রেমিকের ওপর নিজের অভিমানের কথা বলেছিলেন 'ওয়াকা ওয়াকা' খ্যাত এ শিল্পী। একই বছরের জুনে বিচ্ছেদের সময় শাকিরা বলেছিলেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানরা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের ভালোর জন্য আমাদের ব্যক্তিগত বিষয়ে সম্মান জানানোর আহ্বান জানাই। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।"
সম্পর্ক ভেঙে গেলেও দুজনের মাঝে সন্তানসহ নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। পোস্টের শেষে শাকিরা বলেন, "আমাদের চোখের পানি অপচয় নয়। বরং শোকাহত সেই চোখের পানি থেকেই ভবিষ্যতের জন্ম হবে যা আমাদের আরও বড় মানুষ করে তুলবে। আর তাই হৃদয়ভঙ্গের পরেও আমরা ভালোবাসা চালিয়ে যেতে পারি।"
শাকিরা ও পিকের রয়েছে সাশা ও মিলান নামের দুই সন্তান। বিচ্ছেদের পর এ দুই সন্তান কোথায় এবং কার সাথে থাকবে তা নিয়ে বিরোধ তৈরি হয়েছিল, যদিও পরে সন্তানদের অভিভাবকত্ব পেয়েছেন মূলত শাকিরাই। তবে তারা নির্দিষ্ট সময় পর পর বাবার সাথেও থাকতে পারবে এবং সময় কাটাতে পারবে।
সূত্র: মার্কা