কখন, কোথায় হবে আল-নাসেরের রোনালদো বরণ
দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির সঙ্গে ইতোমধ্যে নিজের স্বাস্থ্যপরীক্ষা সেরে ফেলেছেন সিআর সেভেন। এবার পালা, রোনালদোকে ভক্তদের সামনে উপস্থিত করার।
আল-নাসেরের সমর্থকদের সামনে উপস্থিত হওয়ার উদ্দেশ্যে ইতোমধ্যে ক্লাবে পৌঁছেছেন রোনালদো। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর, সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় আশি হাজার দর্শকের সামনে রোনালদোকে প্রথমবারের মতো হাজির করেছিল রিয়াল। এবার অতো বেশি না হলেও, প্রায় ২৫ হাজার সমর্থক দেখতে পাবেন আল-নাসেরে রোনালদোর উদ্বোধনী পর্ব।
আল-নাসেরের স্টেডিয়াম, এম রাসুল পার্কের ধারণক্ষমতা ২৫ হাজার। তাই এর বেশি সমর্থকদের জায়গা দেওয়ার উপায় নেই তাদের। বাংলাদেশ সময় রাত ১০ টায় রোনালদো উপস্থিত হবেন আল-নাসেরের জার্সি গায়ে। যা স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা।
রোনালদোকে নিয়ে ইতোমধ্যে মাতামাতি তুঙ্গে উঠেছে সৌদি আরবের জনগণের। যদিও ক্লাব হিসেবে আল-নাসেরকে বেছে নিয়েছেন রোনালদো, পুরো সৌদি আরবই যেন উন্মুখ তাকে একনজর দেখার জন্যে।
রোনালদো যোগ দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আল-নাসেরের অনুসারীর সংখ্যা বাড়ছে হু হু করে। যা ছাড়িয়ে গেছে অনেক বড় ইউরোপিয় ক্লাবের অনুসারী সংখ্যাকেও।
আল-নাসেরের জার্সি গায়ে রোনালদোর প্রথমবারের মতো জনসম্মুখে আসার এই উপলক্ষ্যটি স্মরণিয় করে রাখার যাবতীয় চেষ্টাই করবে ক্লাব কর্তৃপক্ষ।