ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন স্মিথ
সিডনি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে স্যার ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন স্টিভেন স্মিথ। টেস্ট ক্রিকেটে স্মিথের সেঞ্চুরি এখন ৩০ টি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে স্মিথের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল দুজনের।
যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কেলেংকারিতে নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেট থেকে, সেই প্রোটিয়াদের বিপক্ষেই স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড টপকে গেলেন এ যুগের ব্র্যাডম্যান খ্যাত স্টিভেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার পর এখন টেস্টে স্মিথের সেঞ্চুরি সংখ্যা দাঁড়াল ৩০ এ। ব্র্যাডম্যান করেছিলেন ২৯ টি সেঞ্চুরি। তবে সেঞ্চুরি করার পরপরই আউট হয়ে গেছেন স্মিথ। ১০৪ রান করে কেশব মহারাজের বলে তাকেই ক্যাচ তুলে দিয়েছেন স্মিথ।
স্মিথের আগেই শতক তুলে নিয়েছেন ওপেনার উসমান খাজাও, সিডনি টেস্টে চালকের আসনে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৩ উইকেট হারিয়ে ৩৫৯। খাজা ১৫৫ রানে এবং ট্রাভিস হেড ১ রানে অপরাজিত আছেন। খাজা-স্মিথের জুটি গড়েছিলেন ২০৯ রানের।
ব্যাটে রানের বন্যা বইয়ে দেওয়ার কারণে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা হয় স্টিভেন স্মিথের। কিংবদন্তি ব্র্যাডম্যানের সেঞ্চুরির রেকর্ড টপকে যাওয়া সময়ের ব্যাপার ছিলো স্মিথের জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটি করে ফেললেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট সেঞ্চুরি করার সংখ্যায় ম্যাথু হেইডেনকে ছুঁয়ে ফেললেন স্মিথ। তার সামনে এখন ৩২ সেঞ্চুরি করা স্টিভ ওয়াহ এবং ৪১ সেঞ্চুরি করা রিকি পন্টিং। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক পন্টিংয়ের রেকর্ড ভাঙাকেই এখন পাখির চোখ করবেন স্মিথ।