এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে ইভিএমে সমস্যা হবে না: বিশেষজ্ঞরা
এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গেলে ইভিএম-এ ভোট দেয়ার ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে গেলে ইভিএমে ভোট প্রদানের কোন সমস্যা হবে নাকি, এ বিষয়ে আলোচনার জন্য রবিবার ইসি ভবনে সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে কমিশন।
আলোচনা শেষে শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, "আলোচনা হয়েছে ডাটাগুলো অন্য কোথাও থাকলে ইভিএম ব্যবহারে কোনো ঝামেলা হবে কি না। টেকনিক্যাল পয়েন্ট থেকে তো ঝামেলা হওয়ার কথা না। কারণ একই জিনিস। এখানে থাকুক আর অন্য কোথাও থাকুক।"
"ডাটাবেজ যেখানেই থাকুক সবগুলো একেবারে আইডেন্টিক্যাল হতে হবে। এটায় দ্বিমত নাই। যদি আইডেন্টিক্যাল না থাকে এটা হাস্যকর হয়ে যাবে। এটা তো নিশ্চিত। এখন এটা কমিশনে আছে না অন্য কোথাও আছে, এটা তো ম্যাটার করে না। কাজেই ভোটার তালিকার যে ডাটা নেয়া হয় সেটা থেকেই এনআইডি হয়।"
তিনি আরও বলেন, "আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবাই সেটা স্বীকার করে নিচ্ছি, অত্যন্ত সুন্দর একটা ডাটাবেজ আছে। ১৮ বছরের নিচে যারা আছে তাদের তথ্য নিতে চাচ্ছি। এখন কমিশন না অন্য কেউ নেবে এটা নিয়ে আলোচনা করেছি।"
এদিকে অধ্যাপক মোহাম্মাদ কায়কোবাদ ইসির অভিজ্ঞতা কাজে লাগানো ও রাষ্ট্রের ব্যয় সাশ্রয় করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "ইসির অভিজ্ঞতা কাজে লাগানো উচিত। অন্য যে কোনো প্রতিষ্ঠানেই যাক না কেন, তাদের তো এই অভিজ্ঞতা নাই। কাজেই এই অভিজ্ঞতা কাজে লাগানো উচিত এবং ব্যয় সাশ্রয়ী হওয়া উচিত।"
তিনি বলেন, "অনেক সময় একটি কাজ যখন সুষ্ঠুভাবে চলতে থাকে তখন সেটা আমরা অন্য জায়গায় নিয়ে যাই, নানা ধরনের সমস্যায় ভুগি। কো-অর্ডিনেশনে আমরা মোটেই ভালো না। যাতে সুষ্ঠুভাবে কাজটা হয় এটাই আমরা চাই।"
জাতীয় পরিচয়পত্রের মালিকানা রাষ্ট্রের বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. হায়দার আলী।
তিনি বলেন, সরকারই টাকা দিয়ে এটা (এনআইডি) তৈরি করেছে। সিদ্ধান্ত কমিশন বা সরকার নেবে।
"আলোচনা করে বিষয়টার সিদ্ধান্ত নেবেন তারা। ডাটাবেজ একটা জায়গায় থাকবে। কোনো কোনো দেশে কমিশনের কাছে আছে। কোনো কোনো দেশে সরকারের কাছে আছে। আমরা কোনোটাই জোর দিইনি কার কাছে থাকা উচিত।"
তথ্য বিশেষজ্ঞ মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, "যেখানেই থাকুক এটা ইউনিক থাকুক। ইউনিক থাকলে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। টেকনিক্যাল ফিচারগুলো যদি সঠিক থাকে, সুষ্ঠুভাবে মেইনটেন হলে যার কাছেই থাকুক কোনো সমস্যা নেই। সন্দেহের কিছু হবে না।"
২০০৬ সাল থেকে এনআইডি তৈরি ও সরবরাহের কাজ ছিল নির্বাচন কমিশনের। তবে এখন এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে যাচ্ছে সরকার।