ফ্রান্সের হয়ে আর খেলবেন না হুগো লরিস
অবশেষে ফ্রান্সকে বিদায় বলে দিলেন হুগো লরিস। কাতার বিশ্বকাপের ফাইনালই ফ্রান্সের হয়ে লরিসের শেষ ম্যাচ হয়ে থাকল। যদিও শেষটা মধুর হয়নি লরিসের জন্য, কিন্তু ২০১৮ বিশ্বকাপ জিতে ইতোমধ্যে নিজের নাম লিখিয়ে নিয়েছেন ফ্রান্সের ফুটবল ইতিহাসের খাতায়।
২০০৮ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হওয়ার পর লরিস খেলেছেন ১৪৫ ম্যাচ। যার মধ্যে ১২১ ম্যাচেই তিনি ছিলেন দলের অধিনায়ক। লরিসের অধীনেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় বিশ্বজয়ের মুকুট পড়ে লে ব্লুজরা।
এছাড়াও ২০২১ সালে নেশন্স লিগও তার অধীনেই জেতে ফ্রান্স। ২০১৬ তে ঘরের মাঠে ইউরোর ফাইনালে উঠেছিল ফ্রান্স, লরিসই ছিলেন অধিনায়ক।
ফ্রান্সের হয়ে মোট চারটি বিশ্বকাপ খেলেছেন লরিস। ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২। যার মধ্যে পরপর দুইবার ফাইনাল খেলে ফ্রান্স, একটিতে চ্যাম্পিয়ন এবং অপরটিতে রানার্স-আপ হয় লে ব্লুজরা।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন লরিস। টটেনহামের হয়ে খেলছেন দশ বছর ধরে। যদিও এই মৌসুমের পরেই চুক্তি শেষ হতে যাচ্ছে তার।
নতুন কোনো ক্লাবের হয়ে সামনের মৌসুম থেকে খেলতে দেখা যেতে পারে এই ফরাসি কিংবদন্তি গোলরক্ষকে।