বিশ্বের প্রথম 'ক্রিশ্চিয়ানো রোনালদো সংবাদদাতা' নিয়োগ দেবে দুবাইভিত্তিক একটি ম্যাগাজিন!
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজেদের দলে নিয়ে এসে ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আড়াই বছরের চুক্তিতে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছেন রোনালদো। এ অর্জন সৌদির জন্য তো বটেই, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্যও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
রোনালদোর সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার ফলে গণমাধ্যমে আল নাসের ক্লাব ও সৌদি প্রো লিগের প্রচার বেড়ে গিয়েছে বহুগুণ। গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই আল নাসের ও রোনালদোকে নিয়ে চর্চা। রোনাদোকে নিয়ে এই উন্মাদনার মাত্রা এতটাই বেশি যে দুবাইভিত্তিক একটি সাপ্তাহিক বিজনেস ম্যাগাজিন 'অ্যারাবিয়ান বিজনেস' এমন একজন সংবাদদাতা খুঁজছে, যিনি শুধুমাত্র রোনালদো সম্পর্কিত তথ্য দেবেন!
যিনি এ পদে চাকরি পাবেন, তিনি হবেন বিশ্বের প্রথম 'ক্রিশ্চিয়ানো রোনালদো সংবাদদাতা'। তার কাজ হবে মধ্যপ্রাচ্যে এসে রোনালদো কখন কী করছেন, তার খুঁটিনাটি সব তথ্য দেওয়া।
এ পদের জন্য বিজ্ঞাপন দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আবেদন জমা পড়েছে 'অ্যারাবিয়ান বিজনেস' ম্যাগাজিনের কাছে। ফুটবল ভালোবাসেন এবং সেই সাথে রোনালদোকে ভালোবাসেন, এমন যে কারো কাছে এটি একটি স্বপ্নের মতো চাকরি! তবে প্রার্থীদের অবশ্যই ইংরেজি ও আরবি ভাষায় পারদর্শী হতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে।
ক্রিশ্চিয়ানো রোনালদো সংবাদদাতা পদে চাকরির জন্য আগে থেকে খেলাধুলা নিয়ে লেখালেখির অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক রাখা হয়নি। যদিও রোনালদো সৌদি আরবে থিতু হওয়ায় এখন থেকে আল নাসেরের সকল হোম ও অ্যাওয়ে গেম এবং যেকোনো মিডিয়া-কমার্শিয়াল সম্পর্কিত খবর এবং রোনালদোর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি তথ্য দিতে হবে এই সংবাদদাতাকে।
ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর ম্যাথিউ আমলট বলেন, "অ্যারাবিয়ান বিজনেস মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্টোরিগুলো কাভার করে থাকে, আর এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি আরবের ক্লাবে যোগদানের চেয়ে বড় আর কোনো স্টোরি নেই। আমরা এমন একজন তরুণ, প্রতিভাবান প্রতিবেদক খুঁজছি যে কিনা ফুটবলের মেগাস্টারের সৌদি ক্লাবে যোগদানের ফলে মধ্যপ্রাচ্য, আরব উপসাগরীয় অঞ্চল ও সৌদি আরবে কী কী প্রভাব পড়তে পারে, এই সবকিছু নিয়ে তথ্য দিতে পারবে।"
তিনি আরও যোগ করেন, "আমরা রোনালদোর নতুন জীবনকে মানুষের সামনে তুলে ধরতে চাই। ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে এসে নিজের পরিবারকে নিয়ে কিভাবে নতুন যাত্রা শুরু করেছেন রোনালদো, কিভাবে তিনি এ অঞ্চলের সংস্কৃতির সাথে মানিয়ে নিচ্ছেন, সৌদি আরবে তার অভিজ্ঞতা কী এবং মাঠে তিনি কেমন পারফরম্যান্স দেখাবেন- এই সবকিছু নিয়ে পাঠকদের তথ্য দিতে চাই আমরা। ইংরেজি ও আরবি- দুটি ভাষায়ই সপ্তাহে সাত দিনই চব্বিশ ঘণ্টা রোনালদোর খবর দিতে চাই আমরা।" আগ্রহী প্রার্থীদের [email protected] এ সিভি পাঠাতে বলেছেন তিনি।
আল নাসেরে রোনালদোর প্রথম সংবাদ সম্মেলনেই কয়েকজন সাংবাদিক 'সিউউ' বলে উল্লাস করে ওঠেন, যা গণমাধ্যমে আলোড়ন তুলেছে। তাই এ থেকে সাবধান হতে পারেন সাংবাদিকরা যে বিশ্বখ্যাত তারকার সামনে কী কী করা যাবে না!
ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় এভারটনের একজন ভক্তের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আছাড় মারার দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল রোনালদোকে। সেই সাজা তাকে ভোগ করতে হচ্ছে সৌদি আরবে এসে। সে কারণেই আল নাসেরের হয়ে রোনালদোর অভিষেকে দেরি হচ্ছে।
তবে আল নাসেরে অভিষেকের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মুখোমুখি হতে পারেন রোনালদো। কারণ আগামী ১৯ জানুয়ারি আল নাসেরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে পিএসজির। সেই ম্যাচেই হয়তো মেসির বিপক্ষে রোনালদোর 'লাস্ট ডান্স' দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা!
সূত্র: স্পোর্ট বাইবেল