শব্দদূষণে শ্রবণশক্তি হারানো ট্রাফিক পুলিশ ও রিকশাচালকের তালিকা চেয়েছেন হাইকোর্ট
শব্দদূষণের কারণে শ্রবণশক্তি হারানো ট্রাফিক পুলিশ ও রিকশাচালকের তালিকা চেয়েছেন হাইকোর্ট।
আগামী দুই মাসের মধ্যে শ্রবণশক্তি হারানো ট্রাফিক পুলিশের তালিক দাখিল করতে পুলিশের আইজি এবং রিকশাচালকদের তালিকা দাখিল করতে প্রতিটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলী সোমবার এই আদেশ দেন।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আ্যডভোকেট মনজিল মোরসেদ রিটটি দায়ের করেন।
আদালত শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর বিধি ৭ এবং ৮ অনুসারে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের নিাষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।
মনজিল মোরসেদ বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য আইন অনুযায়ী কর্তৃপক্ষ আছে। কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা না নেয়ায় সিটি করপোরেশন এলাকাগুলোতে অনেক রিকশাচালক তাদের শ্রবণশক্তি হারিয়েছেন। এসব এলাকায় দায়িত্ব পালনকারী অনেক ট্রাফিক পুলিশেরও একই অবস্থা।
গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে, সেটি যুক্ত করে রিট আবেদন করা হয়। রিটে শ্রবণশক্তি হারানো ব্যক্তিদের জন্য উপযুক্ত ক্ষতিপূণ দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
তিনি বলেন, হাইকোর্ট আপাতত তালিকা চেয়েছে। তালিকা আসার পর এ বিষয়ে শুনানি নিয়ে যথাযথ ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে আদালতে আরজি জানানো হবে।