মানবাধিকার পরিস্থিতির উন্নতি হওয়ায় র্যাবের বিরুদ্ধ নতুন নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবাধিকার পরিস্থিতির উন্নতির কারণে যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নতুনভাবে কোনো নিষেধাজ্ঞা দেয়নি।
তিনি বলেন, 'হিউম্যান রাইটস ওয়াচ কখনও কারও সম্পর্কে ভালো লেখে না। কিন্তু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তারা নিজেদের প্রতিবেদনে লিখেছে। ডোনাল্ড লু বলেছেন, র্যাবের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু মানবাধিকারের উন্নতির কারণে তারা র্যাবের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দেয়নি'।
আজ বুধবার (১৮ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা হাশিমের সাথে সচিবালয়ে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
সম্প্রতি বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
তিনি আইনমন্ত্রীকে জানিয়েছেন, 'আমরা দেখেছি, র্যাব অনেক ভালো কাজ করেছে। আমরা বুঝি র্যাবের প্রয়োজনীয়তা আছে। মানবাধিকারের এই উল্লেখযোগ্য উন্নতির কারণে আমরা আর নিষেধাজ্ঞা দেইনি। তিনি (ডোনাল্ড লু) এ কথা আমাকে পরিষ্কার করে বলেছেন'।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, র্যাবের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা কবে তোলা হবে– এ বিষয়ে তার সঙ্গে কথা বলিনি। তার কারণ হলো–নিষেধাজ্ঞা তোলার একটা আইনি প্রক্রিয়া আছে। আমরা সেই প্রক্রিয়া অনুসারে এগোচ্ছি।
র্যাবের সংস্কারের প্রসঙ্গে তিনি বলেছেন, এই বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সংস্কার চলমান রয়েছে, এতে সময় লাগবে'।