সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল লোনের মেয়াদ হবে সর্বোচ্চ ১ বছর
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) খাতে কেন্দ্রীয় ব্যাংকের ২৫ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিমের ওয়ার্কিং ক্যাপিটাল ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর।
বুধবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার ইস্যু করে বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলেছে, সিএমএসএমই উদ্যোক্তাদের মেয়াদী ঋণের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল ঋণের চাহিদা ব্যাপক বেড়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পর্যালোচনায় দেখা যায়, কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলতি ওয়ার্কিং ক্যাপিটাল লোনে ১২ মাসের অধিক মেয়াদে ঋণ দিচ্ছে। যা কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার পরিপন্থী। তাই এমন নির্দেশনা দেয়া হয়েছে।
তবে এ স্কিমের আওতায় ওয়ার্কিং ক্যাপিটাল লোন প্রয়োজনবোধে নবায়ন করা যাবে। তবে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিকট পুনরায় আবেদন করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক থেকে পুনঃঅর্থায়নকৃত অর্থ নিদিষ্ট মেয়াদ শেষে এককালীন সুদসহ আদায় করা হবে।
এর আগে গত বছরের ১৯ জুলাই কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য ২৫ হাজার কোটি টাকার রিফাইন্যান্স স্কিম গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।
স্কিমের মেয়াদ রাখা হয় তিন বছর মেয়াদী। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ২% সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ পাবে। একইসঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নিতে পারবে।