অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক নয়: মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য বিজয় কি-বোর্ড সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক নয়।
বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান ডিসি সম্মেনে তিনি বলেন, "বিটিআরসি 'বাধ্যতামূলক' শব্দটি ব্যবহার করেছে, কিন্তু শব্দটি বিভ্রান্তিকর। আপনারা যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে যেকোনো সফটওয়্যার রাখতে, ইনস্টল, আনইনস্টল, পুনরায় ইনস্টল করতে পারেন। এটা বাধ্যতামূলক নয়।"
"বিটিআরসি বলেছে, মোবাইল প্রস্তুতকারক বা আমদানিকারক বাংলা লেখার সুবিধার্থে সফটওয়্যারটি ইন্সটল করে দেবে। ব্যবহারকারী সেটি ব্যবহার করবেন কি না তা সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্ত," যোগ করেন মন্ত্রী।
এর আগে, সব ধরনের আমদানিকৃত এবং স্থানীয়ভাবে তৈরি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ইন্সটল বাধ্যতামূলক করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
একটি চিঠিতে তারা বলে, বিজয় কি-বোর্ড ছাড়া কোনো স্মার্টফোন বাজারজাত করার অনুমতি দেবে না টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা।
চিঠিতে বলা হয়, সব ধরনের আমদানিকৃত এবং স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোনগুলোতে বিটিআরসি-র সরবরাহকৃত বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি ইনস্টল করতে হবে। এমনকি বিপণনের আগে কমিশনের কাছে সেটি প্রদর্শনও করতে হবে, অন্যথায় কোনো স্মার্টফোন বাজারজাত করার অনুমতি দেওয়া হবেনা।
চিঠিতে আরও বলা হয়, উক্ত চিঠি জারির তিন কার্যদিবসের মধ্যে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে।