ওয়ানডে সেরা বাবর আইসিসির বর্ষসেরাও
ব্যাট হাতে দারুণ একটা বছর কাটানোর পুরস্কার পেলেন বাবর আজম। ২০২২ সাল জুড়ে সব ফরম্যাটেই দুর্দান্ত খেলা পাকিস্তান অধিনায়ক আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের খেতাব জিতেছেন বাবর।
টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের খেতাব জিতলেন বাবর আজম। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার, স্যার গ্যারি সোবার্স ট্রফিও জিতেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
২০২২ সালে সব ফরম্যাটেই হেসেছে বাবরের ব্যাট। তিন ফরম্যাট মিলিয়ে ২০২২ সালে বাবরের সংগ্রহ ছিলো ২৫৯৮ রান, ৫৪.১২ গড়ে এই রান তোলেন তিনি। বাবরই একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২০২২ সালে সব ফরম্যাট মিলিয়ে ২ হাজারের বেশি রান করেছেন।
নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা বাবর ২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ৮ টি শতক এবং ১৭ টি অর্ধশতক। ওয়ানডের বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পেছনে ভূমিকা রেখেছে তার ৯ ম্যাচে করা ৬৭৯ রান। যার মধ্যে ৮ ইনিংসেই অর্ধশতকের দেখা পেয়েছেন বাবর।
টেস্টে ৯ ম্যাচ খেলে ১১৮৪ রান করেছেন বাবর আজম। দল হিসেবে পাকিস্তানের টেস্ট সিরিজ গুলো ভালো না গেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বাবর ছিলেন সমুজ্জ্বল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের নেতৃত্বেই ফাইনালে উঠেছে পাকিস্তান। ২০০৯ সালের পর এটিই ছিলো তাদের প্রথম ফাইনাল। যদিও ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বাবরের দলকে।