আল-নাসেরের হারের জন্য রোনালদোকে দায়ী করছেন কোচ!
আল-নাসেরে যোগ দেওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদো দুটি ম্যাচ খেলেছেন নতুন ক্লাবের হয়ে। গোল পাননি একটিও। সর্বশেষ ম্যাচে তো হেরেই বসেছে আল-নাসের। সেইসাথে বিদায় নিয়েছে সৌদি সুপার কাপ থেকে।
১০২ মিনিট খেলেও ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেননি রোনালদো। উলটো আল-নাসের কোচ রুদি গার্সিয়া হারের জন্য দায়ী করেছেন সিআর সেভেনকেই!
তবে সরাসরি রোনালদোকে দোষ দেননি গার্সিয়া, সিআর সেভেনের প্রথমার্ধের একটি সহজ সুযোগ মিস করাকে নিজেদের হারের জন্য পরোক্ষভাবে দায়ী করেছেন আল-নাসেরের ফরাসি এই কোচ।
ম্যাচের ১৫ মিনিটে আল-ইত্তিহাদকে এগিয়ে দেন রোমারিনহো। এরপর আল-নাসেরকে সমতায় ফেরানোর বেশ সহজ একটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু সেটি নষ্ট করেন দলের সবচেয়ে বড় এই তারকা।
গার্সিয়া সেদিকেই ইঙ্গিত করে বলেছেন, 'ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেওয়া অনেক গুলো ঘটনার মধ্যে রোনালদোর মিস অন্যতম।'
আল-নাসেরে বছরে ২ হাজার ২০০ কোটি টাকা আয় করবেন রোনালদো। এমন সব ম্যাচেই নিজের পারফরম্যান্স দিয়ে আল-নাসেরকে জেতানোর কথা রোনালদোর। আর সেখানে প্রথম পরীক্ষাতেই ব্যর্থ তিনি।