বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা
আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সেরা দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। আজ টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে আইসিসি। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
সেরা দলে আছেন চ্যাম্পিয়ন ভারতের তিনজন, রানার্সআপ ইংল্যান্ড থেকেও আছেন তিনজন। সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে আছেন একজন করে। পাকিস্তান থেকে একজন আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার সিক্স পর্বে উঠেছিল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ব্যাটিং করেছেন স্বর্ণা। পাওয়ার হিটিংয়ের সামর্থ্য দিয়ে আলো ছড়ান ডানহাতি এ ব্যাটার। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ১৫৭.৭২ স্ট্রাইক রেটে স্বর্ণা ১৫৩ রান করেছেন । বিশ্বকাপে ১৫০-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে ১৫০ এর বেশি রান করেছেন কেবল ভারতের অধিনায়ক শেফালি ভার্মা।
প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই বিশ্বকাপের শিরোপা জেতা ভারত থেকে অধিনায়ক শেফালি ছাড়াও সেরা দলে আছেন ওপেনার শ্বেতা সেহরাওয়াত এবং ১১ টি উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি পর্শভি চোপড়া। ইংল্যান্ড অধিনায়ক এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া গ্রেস স্ক্রিভেন্স সেরা একাদশেরও অধিনায়ক হিসেবে দলে আছেন। রানার্সআপ দল থেকে আছেন লেগ স্পিনার হান্না বেকার ও পেসার এলি অ্যান্ডারসন।
নিউজিল্যান্ড ব্যাটার জর্জিয়া প্লিমার, শ্রীলঙ্কার অলরাউন্ডার দেউমি বিহঙ্গ, দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কারাবো মেসো, অস্ট্রেলিয়া পেসার মেগি ক্লার্কও জায়গা পেয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনোশা নাসির।