২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন মেসি
কাতার বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছেন, এরপর আর এই মঞ্চে দেখা যাবে না তাকে। বিশ্বকাপ চলাকালীন সময়েও এটিই তার শেষ, বলেছেন লিওনেল মেসি। যদি তাই হয়ে থাকে, তাহলে নিজের শেষটা রাঙিয়েই বিদায় নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
মেসি নিজে আর খেলবেন না বললেও, লিওনেল স্কালোনি কিংবা অ্যালেক্সিস ম্যাক এলিস্টাররা মনে করেন মেসির পক্ষে ২০২৬ বিশ্বকাপ খেলা সম্ভব। এবার নিজেই পরবর্তী বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন মেসি।
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। সেটির দামামা বাজতে বাজতে মেসির বয়স ছোবে ৩৯। তখন নিজের শারীরিক অবস্থার উপর বাকিসব নির্ভর করছে বলে জানান মেসি, 'আমি নিশ্চিত নই পরের বিশ্বকাপ খেলার মতো অবস্থায় থাকবো কিনা। আমি সবসময় বলে এসেছি আমি ফুটবল খেলতে ভালোবাসি। যতদিন আমি পারব খেলে যাবো। কিন্তু আমার কাছে বয়সের জন্য এটা কঠিন মনে হচ্ছে।'
সব বাধা পেরিয়ে যদি মেসি ২০২৬ বিশ্বকাপেও নামতে পারেন, তাহলে তিনিই হবেন সর্বোচ্চ বিশ্বকাপ খেলা ফুটবলার। এখন পর্যন্ত ছয়টি বিশ্বকাপ খেলেননি কেউ। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসিরই।
সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডেও ভাগ বসাতে পারেন তিনি, ১৩ গোল করে মাত্র ৩ গোল পিছিয়ে আছেন মেসি। সবই এখন সময়ের হাতে তোলা থাক, মেসি ২০২৬ বিশ্বকাপের সময় শারীরিকভাবে কেমন অবস্থায় থাকেন তার উপরই নির্ভর করছে বাকি সব।