'রাজা, কিংবদন্তি, বন্ধু', শাহরুখকে প্রশংসায় ভাসালেন পাওলো কোয়েলহো
নিঃসন্দেহে বিশ্বমঞ্চে বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান। শুধু তা-ই নয়, বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বের কারণে বিশ্বের বহু তারকাই শাহরুখের সঙ্গে স্বেচ্ছায় বন্ধুত্ব পাতিয়েছেন। 'পাঠান' মুক্তির পর যখন পুরো ভারতবাসী 'বাদশা'র বন্দনায় পঞ্চমুখ, তখন সেই ছোঁয়া লেগেছে আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি বিখ্যাত উপন্যাস 'দ্য অ্যালকেমিস্ট'-এর লেখক পাওলো কোয়েলহোও শাহরুখকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
মাত্র সাত দিনে সাতশো কোটি রুপির কাছাকাছি আয় করে বলিউডের অজস্র রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে শাহরুখ অভিনীত 'পাঠান' সিনেমা। বহু বিতর্কের পর সিনেমার এই বিপুল সাফল্য শাহরুখের প্রতি ভক্তদের ভালবাসারই প্রতিফলন। তাই সম্প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছিলেন কিং খান।
নিজ বাড়ি 'মান্নাত' এর আইকনিক বারান্দায় এসে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে সমস্ত অনুরাগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ তারকা। ভক্তদের সাথে কাটানো সেই বিশেষ মুহূর্তের ভিডিও টুইটারে শাহরুখ নিজেই শেয়ার করেছিলেন। আর ঐ ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি শাহরুখের প্রশংসা করেছেন ঔপন্যাসিক পাওলো।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শাহরুখের পোস্ট করা ভিডিওটি টুইটারে শেয়ার করে ক্যাপশনে পাওলো লিখেছেন, "বাদশা। কিংবদন্তি। বন্ধু। কিন্তু সব কিছুর উপরে তিনি অসাধারণ একজন অভিনেতা।" সেই সঙ্গে জুড়ে দেন শাহরুখকে আরও ছড়িয়ে দেওয়ার বার্তা। পাওলো লেখেন, "পশ্চিমের দেশগুলোতে যদি কেউ ওনাকে না চেনেন, বলে রাখি, 'মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট' দেখে নিন। শাহরুখ কে তা বুঝে যাবেন।"
তবে শাহরুখকে নিয়ে লেখকের এ উচ্ছ্বাস প্রথম নয়। আগেও কিং খানের প্রশংসা করতে দেখা গিয়েছে ব্রাজিলের লেখক পাওলোকে। ২০১৭ সালে 'মাই নেম ইজ খান' সিনেমাটি দেখেও নায়কের অভিনয়ের জন্য বাহবা দিয়েছিলেন লেখক।
খ্যাতিমান এ লেখক বলেছিলেন, "আমি শাহরুখের সিনেমা 'মাই নেইম ইজ খান' দেখেছি। সিনেমাটি শুধু চমৎকারই নয়, বরং হলিউডকে প্রাধান্য দেওয়া না হলে শাহরুখের অস্কার পাওয়ার যোগ্যতা ছিল।" বিখ্যাত এ লেখককে বুক ভরা ভালোবাসা জানিয়ে পাল্টা শাহরুখও বলেছিলেন, "আমার পরের লক্ষ্য আপনাকে খুঁজে বের করা এবং দেখা করার চেষ্টা করা। ভালবাসা নেবেন। সুস্থ থাকবেন।"
গত ২৫ জানুয়ারি বিশ্বের শতাধিক দেশের প্রায় ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখের অভিনীত নতুন ছবি 'পাঠান'। ধারণা করা হচ্ছে, ইতিমধ্যেই অসংখ্য রেকর্ড গড়ে ফেলা সিনেমাটি শেষ পর্যন্ত ১ হাজার কোটির মেগাক্লাবে প্রবেশ করে ফেলতে পারে।