যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া বেলুন পথ হারানো বেসামরিক এয়ারশিপ: চীন
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) চীন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ওড়া 'এয়ারশিপ'টি একটি বেসামরিক আবহাওয়া ও অন্যান্য বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত বেলুন।
যুক্তরাষ্ট্রের আকাশে এটি উড়ে যাওয়ায় দুঃখপ্রকাশও করেছে দেশটি। খবর রয়টার্স-এর।
মঙ্গলবার মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিলেন, একটি চীনা গোয়েন্দা বেলুন দেশটির ওপর কয়েকদিন ধরে উড়ছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেনের শীঘ্রই চীন সফর করার কথা রয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অপ্রত্যাশিত এ পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলার জন্য এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।
'এয়ারশিপটি চীনের এবং প্রকৃতিগতভাবে এটি বেসামরিক। এটি আবহাওয়া ও অন্যান্য বৈজ্ঞানিক কাজের জন্য ব্যবহার করা হয়। পশ্চিমা বাতাসের প্রভাব ও বেলুনের সীমাবদ্ধ নিয়ন্ত্রণ সক্ষমতার কারণে এটি মূল যাত্রাপথ থেকে সরে গিয়েছে,' বিবৃতিতে বলা হয়।