আল-নাসেরের হয়ে প্রথম গোলে দলকে হার থেকে বাঁচালেন রোনালদো
অবশেষে আল-নাসেরের হয়ে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৯৩ মিনিটে পেনাল্টি থেকে সিআর সেভেনের গোলে আল ফাতেহর বিপক্ষে ২-২ গোলের সমতা আনে আল-নাসের। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রুদি গার্সিয়ার দলকে।
নিজের তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল পেলেন পর্তুগিজ তারকা। এর আগে সৌদি লিগ এবং সৌদি সুপার কাপে একটি করে ম্যাচ খেললেও গোল করতে পারেননি রোনালদো। এদিন অবশ্য সিআর সেভেনের গোল যথেষ্ট হয়নি আল-নাসেরকে ৩ পয়েন্ট এনে দেওয়ার জন্য।
স্বাগতিক আল ফাতেহর মাঠে ১২ মিনিটে ক্রিশ্চিয়ান তেয়োর গোলে পিছিয়ে পড়ে আল-নাসের। বিরতির ৩ মিনিট আগে তাদেরকে সমতায় ফেরান তালিস্কা। এরপর দ্বিতীয়ার্ধে সোফিয়ান বেনদেবকার গোলে আবারো এগিয়ে যায় আল ফাতেহ।
ম্যাচের নির্ধারিত সময় শেষের দিকে এগোচ্ছিল, আল-নাসেরের হারের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছিল। এর মধ্যেই ৮৭ মিনিটে হলুদ কার্ড দেখেন রোনালদো। ম্যাচ যখন প্রায় শেষ, ঠিক তখনই পেনাল্টি পায় আল-নাসের।
সেখান থেকে গোল করতে কোনো ভুল করেননি রোনালদো। সৌদি আরবের লিগে নিজের প্রথম গোলটিও পেয়ে যান তিনি। সেইসাথে দলকে হার থেকে রক্ষা করেন। ম্যাচের শেষ মিনিটে আল-নাসেরের আরেক গোলদাতা তালিস্কা লাল কার্ড দেখায় ১০ জনের দল নিয়ে খেলা শেষ করে তারা।