‘ধর্ম অবমাননাকর’ বিষয়বস্তুর জন্য পাকিস্তান উইকিপিডিয়া নিষিদ্ধ করল
ধর্ম অবমাননাকর বিষয়বস্তু রাখার অভিযোগে পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ করা হয়েছে। ধর্ম অবমাননাকর বিষয়বস্তুগুলো সরিয়ে নেওয়ার জন্য উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু উইকিপিডিয়া সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে জানায় পাকিস্তানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (পিটিএ)। এর ফলে শনিবার দেশটিতে উইকিপিডিয়া নিষিদ্ধের ঘোষণা আসে, খবর বিবিসির।
পিটিএ- এর পক্ষ থেকে বলা হয়েছে, "প্রযোজ্য আইন এবং আদালতের নির্দেশ অনুসারে উইকিপিডিয়াকে নোটিস দিয়ে ধর্মদ্রোহী বিষয়বস্তু অপসারণ ও আটকে দেওয়ার জন্য বলা হয়েছিল। তাদেরকে এ বিষয়ে শুনানিতে অংশ নেওয়ারও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু প্ল্যাটফর্মটি এ ধরনের বিষয়বস্তু সরায়নি এবং পিটিএর সামনেও হাজির হয়নি।"
অন্যদিকে নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি সাময়িক বলে জানা গেছে। পিটিএ এর মুখপাত্র মালাহাত ওবায়েদ গণমাধ্যম ডনকে বলেন, "উইকিপিডিয়া কর্তৃপক্ষ সাইট থেকে 'ধর্মদ্রোহী ও বিতর্কিত উপাদান' সরিয়ে নিলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।"
উইকিপিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে লোকজন জ্ঞানের এই মুক্ত ভাণ্ডারটি ব্যবহার করতে পারছে না। এছাড়াও সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, যদি নিষেধাজ্ঞা অব্যাহত থাকে তবে সাধারণ মানুষ দেশটির ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত তথ্য জানা থেকে বঞ্চিত হবে।
অবশ্য পাকিস্তানে বাক স্বাধীনতা নিয়ে কাজ করেন এমন অনেক অধিকারকর্মী বিষয়টিকে অনলাইন কন্টেন্টের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো পদক্ষেপ হিসেবে দেখছেন। উসামা খিলজি নামের একজন অধিকারকর্মী বিবিসিকে বলেন, "উইকিপিডিয়া নিষিদ্ধের মূল উদ্দেশ্য হল ভিন্নমতকে দমন করা। আর ভিন্নমত দমন করতে গিয়ে এর আগেও 'ধর্মীয় অবমাননা'কে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।"
ধর্মীয় অবমাননার অভিযোগে ওয়েবসাইট ব্লক করার নজির পাকিস্তানে নতুন নয়। ২০১০ সালে দেশটির সরকার একই অভিযোগে ফেসবুক ও ইউটিউব বন্ধ করে দিয়েছিল। এছাড়াও 'অনৈতিক কন্টেন্ট' থাকার অভিযোগ তুলে টিন্ডারসহ বেশ কয়েকটি ডেটিং অ্যাপস বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।