ইংল্যান্ড সিরিজে ঝুঁকি এড়াতে বিপিএলে বিশ্রামে তাসকিন
ঢাকা প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে ঢাকা ডমিনেটর্স। লিগ পর্বে তাদের একটি ম্যাচ বাকি আছে। এই ম্যাচে খেলা হবে না তাসকিন আহমেদের। হ্যামস্ট্রিংয়ের চোটে দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ঝুঁকি না নিতেই তাসকিনকে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
পিঠের চোট কাটিয়ে ফেরা তাসকিন এবারের বিপিএলে ঢাকার হয়ে শুরুর ৯টি ম্যাচ খেলেন। ১০ উইকেট নেওয়া বাংলাদেশের এই পেসার চোটের কারণে ঢাকার শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি, সর্বশেষ ম্যাচ খেলেন ৩০ জানুয়ারি। জাতীয় দলের ম্যাচের কথা মাথায় রেখে শেষ ম্যাচটিতেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
সিলেট পর্বে একটি ম্যাচ খেলেন তাসকিন। রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর তাকে বিশ্রাম দেওয়া হয়। রোববার এমআরআই করার। রিপোর্টে গ্রেড ওয়ানের টিয়ার ধরা পড়ে। এরপর বিসিবির চিকিৎসকের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পরামর্শ নেন তিনি। সোমবার দলের সঙ্গে অনুশীলন করেননি তাসকিন।
ঢাকার ফিজিও জয় বিশ্বাস জানান, এই ধরনের চোট কাটিয়ে উঠতে দেড় থেকে দুই সপ্তাহের মতো লাগে। দেবাশীষ চৌধুরী বলেছেন, 'বিপিএলে আর খেলছে না তাসকিন। ওর আঘাত এক সপ্তাহ হয়ে গেছে। ধীরে ধীরে পুনর্বাসন শুরু হয়ে যাবে। সেটা আসলে ম্যাচ থেকে বিশ্রাম। অনুশীলন শুরু করে দেবে। আশা করছি কোনো সমস্যা হবে না। এ কারণে আমরা খেলা থেকে সরিয়ে নিয়েছি, যেন ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা না হয়।'
চোট কাটিয়ে উঠতে দেড়-দুই সপ্তাহের মতো লাগবে, তবে আগামী সপ্তাহের মধ্যেই তাসকিন বোলিং শুরু করতে পারবেন বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক। তিনি বলেন, 'বোলিং আরও পরে, আগে অনুশীলন, স্ট্রেংথ বাড়াতে হবে। সপ্তাহখানেকের মধ্যে বোলিং শুরু করতে পারবে আশা করি। আমরা আস্তে আস্তে এগোব।'
চোটের ব্যাপারে তাসকিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সিলেটের ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাই। এরপর তিন ওভার বোলিং করছিলাম। আট-দশদিন পর বোলিং করতে পারব। ইনশা আল্লাহ, সমস্যা হওয়ার কথা না। বুধবার থেকে পুনর্বাসন শুরু হবে আমার। জুলিয়ান ক্যালেফাতো প্রোগ্রাম সেট করে দেবেন, ওই অনুযায়ী কাজ করবো।'
দ্বিপাক্ষীক সিরিজ খেলতে সাত বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছাবে ইংলিশরা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা।