পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক, মিশ্র প্রতিক্রিয়া ব্যাংকারদের
দেশের সকল তফসিলি ব্যাংকের সিনিয়র অফিসার থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সমমানের এক স্তর নিচের ব্যতীত অন্য সকল কর্মকর্তাদের পদোন্নতিতে দুই পর্বের ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এমন সার্কুলারে ব্যাংকারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার ইস্যু করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে, এ নির্দেশনা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত একজন বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনা অযৌক্তিক। যেমন ধরুন, একজন কর্মকর্তা ২০১৭ সালে ডিপ্লোমা প্রথম পর্ব শেষ করেছেন যদিও তিনি ডিপ্লোমার দ্বিতীয় পর্ব শেষ করেন নি। তার পদোন্নতিতে কোন বাধা ছিল না। আগামী এক-দেড় বছরের মধ্যে তার প্রমোশন হবার কথা। কিন্তু হঠাৎ এ ধরণের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া অযৌক্তিক।"
সোনালী ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) বলেন, "সাধারণত যারা ব্যাংকে চাকরি পায় তারা প্রতিযোগিতা করেই আসে। অনেকে বিশ বছরও চাকরি করেছে; হঠাৎ করে পদোন্নতির জন্য নতুন সার্টিফিকেট অর্জন করতে হবে, যা অযোক্তিক।"
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় (যেমন: ডাক্তার, প্রকৌশলী ও আইটি প্রফেশন-এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা) এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগকৃত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার মতে, "অনেক কর্মকর্তার সঙ্গে এমডি চেয়ারম্যানের সম্পর্কের ভিত্তিতে কয়েক বছরের মধ্যে পদোন্নতি পেয়ে বড় পোস্টে চলে যায়। যদিও তাদের কাজের গুণগত মান খুবই কম। তাই এমন পদক্ষেপ ভালো হবে বলে আমি মনে করি।"
কেন্দ্রীয় ব্যাংকের আরেকজন কর্মকর্তা মনে করেন, "কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনা কর্মকর্তাদের উপরে এক ধরণের হঠাৎ চাপিয়ে দেয়ার মতো সিদ্ধান্ত। যারা নতুন জয়েন করবেন, শুধু তাদের জন্য এটি প্রযোজ্য হতে পারত।"
তিনি আরও বলেন, "আইবিবির (ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ) সিস্টেমে অনেক গলদ রয়েছে। তারা যে কোর্সগুলো করায় সেগুলোর আরও মানোন্নয়ন করা দরকার।"