ডিসেম্বরে জাতীয় নির্বাচন: ওবায়দুল কাদের
আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, "নির্বাচন এলেই দেশের রাজনীতিতে নানা ধরনের গুজব ছড়ায়। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।"
আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এসব বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আরও বলেছেন, নির্বাচনে সরকারের কোনো পক্ষপাতিত্ব ও হস্তক্ষেপ থাকবে না।
"শেখ হাসিনার সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে।"
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, "বিএনপি জানে নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে পারবে না। কাজেই তারা এখন ষড়যন্ত্র করে চোরা গলিপথে সরকারকে হটাতে চাইছে। বিএনপি ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝে না। আওয়ামী লীগ শুরু থেকেই বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে এসেছে, কিন্তু তারা আওয়ামী লীগের সঙ্গে শুধু শত্রুতা চেয়েছে।"
তিনি জানান, আগামী ১১ মার্চ ময়মনসিংহে এবং ১৮ মার্চ বরিশালে বিভাগীয় সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
"আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। ভালোর জন্য প্রস্তুতি নেব, খারাপের জন্য সতর্ক থাকব", যোগ করেন তিনি।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।