তারাবির জামাতে অংশ নিতে পারবেন ১২ জন: মন্ত্রণালয়
করোনাভাইরাস সংক্রমণ রোধে রমজান মাসে দেশের মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশগ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
ধর্ম মন্ত্রণালয় ইতোপূর্বে মসজিদে জুমার নামাজ আদায় ও জামাত বিষয়ে যেসব নির্দেশনা জারি করেছিল তাও কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ শুক্রবার সার্কুলার জারি করবে মন্ত্রণালয়।
এদিকে, করোনাভাইরাসে দেশে নতুন করে সাতজনের মৃত্যু হওয়ায় এখন এ সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৪১৪ জন শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ মোট ১০৮ জন সুস্থ হয়েছেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ২২৬। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।