২৫ ফেব্রুয়ারি রোডমার্চের ঘোষণা বিএনপির
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা-পর্যায়ে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে নিত্যপণ্যের মূল্য কমাতে সরকারের ওপর চাপ সৃষ্টিও করা হবে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি এ দাবিগুলো আদায়ে ইউনিয়ন পর্যায়ে রোডমার্চ করে বিএনপি। দলটির ১০ দফা দাবির মধ্যে আরো রয়েছে, দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, 'ফ্যাসিস্ট সরকারের' পদত্যাগ, বর্তমান সংসদকে বিলুপ্ত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।