মঈনকে আউট করে স্বস্তি ফেরালেন মিরাজ
ছোট পুঁজি হলেও বল হাতে দারুণ শুরু হয় বাংলাদেশের। শুরুর ধারাবাহিকতা ধরে রেখে ১০৩ রানের মধ্যে ৫ উইকেট তুলে নেয় ঘরের মাঠের দলটি। কিন্তু এক পাশ আগলে রাখা ডেভিড মালানের সঙ্গে যোগ দিয়ে জুটি গড়ে তোলেন মঈন আলী। এই জুটিতে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড। তবে জুটিটা আর বাড়তে দিলেন না মেহেদী হাসান মিরাজ। মঈনকে ফিরিয়ে তাদের ৩৮ রানের জুটি ভাঙলেন তিনি।
বাংলাদেশের ডানহাতি এই অফ স্পিনারের দারুণ এক ডেলিভারিতে পুরোপুরি ব্যর্থ হন মঈন, ভেঙে যায় তার স্টাম্প। ৩২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ৩৬ ওভার শেষে ৬ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ১৪৬ রান। মালান ৭২ ও ক্রিস ওকস শূন্য রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৮৪ বলে ৬৪ রান দরকার ইংল্যান্ডের।
বাটলারকে ফেরালেন তাসকিন, কোণঠাসা ইংল্যান্ড
দারুণ বোলিং করলেও উইকেটের দেখা মিলছিলো না। নিজের চতুর্থ ওভারে সেই অপেক্ষা ফুরালো তাসকিন আহমেদের। বাংলাদেশের ডানহাতি এই পেসার ফিরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গেছে ইংলিশরা। ১৭ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৬৬ রান। ডেভিড মালান ৩৩ ও অভিষিক্ত উইল জ্যাকস ১ রানে ব্যাটিং করছেন।
সাকিবের পর তাইজুলের জোড়া আঘাত
শুরুটা করে দিলেন সাকিব আল হাসান, উইকেট না পেলেও অগ্রজের সুরে সুর মিলিয়ে বোলিং করে গেলেন তাসকিন আহমেদ। শুরুতেই উইকেট হারানো ইংল্যান্ড তাতে কোণঠাসা। যখনই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসবে সফরকারীরা, তখনই যমদূত হয়ে হাজির হলেন তাইজুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার চার ওভার বোলিং করে ইংলিশদের দুটি উইকেট তুলে নিয়েছেন।
তার প্রথম শিকার ১২ রান করা ফিল সল্ট। তাইজুলের ডেলিভারি বুঝতেই পারেননি তিনি, ভেঙে যায় স্টাম্প। নিজের চতুর্থ ওভারে জেমস ভিন্সকে ফেরালেন তিনি। লক্ষ্য ছোট হলেও ৫০ এর আগেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গেছে ইংল্যান্ড। ১৩ ওভার শেষে ৩ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ৪৭ রান। ডেভিড মালান ২৩ ও অধিনায়ক জন বাটলার ১ রানে ব্যাটিং করছেন।
প্রথম ওভারেই সাকিবের ছোবল
সংগ্রহ বড় নয়, জিততে হলে বল হাতে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে। সে পথে শুরুটা মনমতোই হয়েছে তামিম ইকবালের দলের। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ২০৯ রানের লক্ষ্য দিয়ে প্রথম ওভারেই ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।
স্পিন দিয়ে ইনিংস শুরু করা বাংলাদেশের ক্রিকেটে অতি পরিচিত দৃশ্য। আজও তেমনই শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে বল হাতে নিয়ে রয়কে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডারের বলে শট খেলতে গিয়ে মিড অফে তামিমের হাতে ধরা পড়েন ইংলিশ ওপেনার।
সাকিবের সঙ্গে তাল মিলিয়ে পেসার তাসকিন আহমেদও দারুণ বোলিং করে যাচ্ছেন। বরং তাকে খেলতেই বেশি বেগ পোহাতে হচ্ছে ইংলিশ ব্যাটসম্যানদের। ৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ১৮ রান। ফিল সল্ট ৯ ও ডেভিড মালান ৪ রানে ব্যাটিং করছেন।