প্রিমিয়ার লিগে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতা সালাহ
ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল পেয়েছেন মোহামেদ সালাহ। আর এর মধ্যে দিয়ে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন এই মিশরীয় তারকার।
১৯৯২ সালে ইংলিশ ফার্স্ট ডিভিশন ফুটবল লিগের নাম বদলে রাখা হয় ইংলিশ প্রিমিয়ার লিগ। এরপর ৩১ বছরে লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ছিলো রবি ফাওলারের। যা এখন সালাহর দখলে।
অলরেডদের হয়ে ১২৯ টি গোল করেছেন সালাহ। ফাওলারের গোল ছিলো ১২৮ টি। এই অনন্য অর্জনের পর সালাহ জানিয়েছেন, লিভারপুলে যোগ দেওয়ার সময় থেকেই এই রেকর্ডকে পাখির চোখ করেছেন তিনি, 'আমি এখানে আসার দিন থেকেই এই সময়টার কথা ভেবেছি। আমার লক্ষ্য ছিলো এই রেকর্ডটি নিজের করে নেওয়ার। সেটি করতে পেরে আমি গর্বিত।'
লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ যুগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি আরো কয়েকটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন ৩০ বছর বয়সী এই মিশরীয়। আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার, ১৩১ টি গোল করেছেন সালাহ।
এছাড়াও প্রিমিয়ার লিগে বাঁ পায়ে সর্বোচ্চ ১০৪ টি গোলের রেকর্ড সালাহর দখলে। লিভারপুলের হয়ে নাম লেখানোর প্রথম মৌসুমে আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচের মৌসুমে সর্বোচ্চ ৩২ গোল করার কীর্তিও তারই। সালাহ ভেঙেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩১ গোলের রেকর্ড।