রমজান উপলক্ষে দুইবার ভর্তুকি মূল্যে পণ্য পাবে এক কোটি পরিবার
এবারের রমজানে দুই বার ভর্তুকি মূল্যে এক কোটি পরিবারের কাছে পাঁচটি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে সারাদেশে প্রথম ধাপের পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
টিসিবি কার্ডধারীরা এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি ছোলা এবং এক কেজি খেজুর কিনতে পারবেন।
আগে টিসিবি রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করতো। এবার উচ্চ মূল্যস্ফীতি ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় রমজানের আগে ও রমজানের মধ্যে দুইবার পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করছে টিসিবি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত চলবে এবং আগামী এপ্রিলে আরো একবার পণ্য বিক্রি করা হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, "রমজান মাসের কথা বিবেচনা করে আমরা ঈদের আগেই এসব পণ্য মানুষের কাছে পৌঁছে দেব। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব আমাদের দেশেও পড়েছে। সে কথা মাথায় রেখেই আমরা দরিদ্র মানুষের কাছে দুটি ভাগে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।"
টিসিবি চেয়ারম্যান আরিফুল হাসান বলেন, "রমজানের আগে দুই ধাপে টিসিবির কার্যক্রম পরিচালিত হবে। প্রথম পর্ব চলবে ৩০ মার্চ পর্যন্ত। আবার পরবর্তী পর্ব ১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।"
এই সুবিধার আওতায় টিসিবি কার্ডধারী এক কোটি লোক প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা এবং খেজুর ১০০ টাকায় কিনতে পারবেন।
প্রসঙ্গত, রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি চিনির দাম ১২০-১২৫ টাকা, মসুর ডাল ১২০-১৪০ টাকা, খেজুর ২৫০-৩০০ টাকা, এক লিটার সয়াবিন তেল ১৮৫ টাকা এবং ছোলা ৮০ থেকে ৯০ টাকা করে পড়ে।
তবে শুধুমাত্র ঢাকার কার্ডধারীরাই খেজুর পাবেন।
টিসিবি সূত্রে জানা গেছে, ডলার সংকটের কারণে কম ফল আমদানি করায় এ বছর দেশে খেজুরের সংকট দেখা দিয়েছে।
সারাদেশের মত করে চট্টগ্রামেও টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। জানা যায়, রমজান উপলক্ষে চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে পারবে ৫ লাখ ৩৫ হাজার কার্ডধারী পরিবার।
কার্ডধারী প্রতি পরিবার ৪৭০ টাকা প্যাকেজে ছোলাসহ ৪টি নিত্যপণ্য পাবেন। এরমধ্যে ৫০ টাকা দামে ১ কেজি ছোলা, ৬০ টাকা দামে ১ কেজি চিনি, ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবে।