হাসপাতাল থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার
বরিশাল নগরীর কালীবাড়ি রোড মমতা স্পেশালাইজড্ হাসপাতালে এমএ আজাদ সজল (৪৫) নামের এক চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফটের নিচ ওই চিকিৎসকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
সজল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট। তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে। তিনি মমতা স্পেশালাইজড্ হাসপাতালের সাত তলার একটি কক্ষে থাকতেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মো. মোক্তার হোসেন জানান, এক ওটি বয় লিফটের নিচে মৃতদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ গিয়ে মৃতদেহের সুরতহাল করছে।
উপ-কমিশনার আরও জানান, লিফট থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটার কথা নয়। এটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা বলেও মনে হচ্ছে না। এছাড়া মৃতদেহের পায়ের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের সুরতহাল চলছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না। সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যাকাণ্ড না দুর্ঘটনা তা নিশ্চিতভাবে বলা যাবে।