কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন সাকিব-তামিমদের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী আজ (১৭ মার্চ)। ১৯২০ সালের আজকের এই দিনে শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম বাঙালি জাতির এই শ্রেষ্ঠ সন্তানের।
দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করছেন। এই উদযাপনে শামিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলও। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন বাংলাদেশের ক্রিকেটাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সিলেটে। শুক্রবার দলীয় অনুশীলনে সবাই ছিলেন। অনুশীলনের এক ফাঁকে মাঠে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করে বাংলাদেশ দল। সব ক্রিকেটার ছাড়াও ছিলেন কোচিং স্টাফরা।
কেক কাটার সময় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ দলের সবাই উপস্থিত ছিলেন। কেক কাটানো হয় দলের নবীনতম সদস্য তৌহিদ হৃদয়কে দিয়ে। তরুণ এই ব্যাটসম্যান কেক কেটে সবাইকে খাইয়ে দেন।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। ১৮ মার্চ সিলেটে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডেও এই মাঠে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুরে।