শুরু থেকে আইপিএল খেলা হচ্ছে না সাকিব-লিটনের!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে খেলতে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। কিন্তু তাদের আবেদনে পুরোপুরি সাড়া দিচ্ছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে দলের গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারকে না ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী ৩১ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৬তম আসর। টি-টোয়েন্টিতে বিশ্বের সবচেয়ে জমজমাট এই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব ও লিটন। কিন্তু আইপিএলে খেলার আগে জাতীয় দল নিয়ে ভাবতে হবে তাদের। ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। ম্যাচটি পাঁচদিনে গড়ালে চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
এই টেস্ট খেলতে হলে আইপিএলের প্রথম সপ্তাহে খেলা হবে না সাকিব-লিটনের। পরবর্তীতেও আইপিএল ছাড়তে হতে পারে এই দুই ক্রিকেটারের। আইপিএল চলাকালীন মে মাসে ইংল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সফর ৮-১০ দিনের মতো। সব মিলিয়ে দুই দফায় আইপিএলের বেশ কয়েকটি ম্যাচে কলকাতার সঙ্গে থাকা হবে না সাকিব-লিটনের।
বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হাসান বলেন, 'দেখুন আমি আপনাদের বারবার একটাই উত্তর দিয়েছি। আইপিএলের নিলামে ওদেরকে যখন ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন এভেইলেবল। আমরা ওদেরকে দিয়ে দিয়েছি। এবং এটা জেনেই ওরা ওদেরকে নিলামে নিয়েছে। এরপর আর কোনো কিছু...যদি চেঞ্জ হয় তাহলে তো আমরাই বলব আপনাদেরকে। আমাদের এখনও পর্যন্ত কোন চেঞ্জ আসেনি এখানে। আমাদের যেটা ছিল, তাই আছে।'
বাংলাদেশের খেলা চলাকালীন আইপিএলে খেলোয়াড় পাঠানোর কোনো সুযোগ দেখেন না বিসিবি সভাপতি, 'না থাকার (বাংলাদেশের খেলার সময় এভেইলেবল) আমি কোন অপশনই দেখি না। এটা যদি এমন হতো ওদেরকে আমরা বলেছি যে ভেবে চিন্তে দেখতেও পারি, এ রকম কোন অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে। তাহলে সন্দেহ থাকতো। আমরা তো পরিস্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। যদি কখনও সিদ্ধান্ত বদল হয়, আপনাদেরকে আগেই জানাব। তবে এখনও আগের সিদ্ধান্তই বহাল আছে।'