মতবিনিময় সভায় বিএনপিকে আমন্ত্রণ জানালেন সিইসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (২৩ মার্চ) নির্বাচন কমিশনার আহসান হাবীব গণমাধ্যমকে জানান, বুধবার এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে তার দলের অন্য নেতাদের পাশাপাশি বিএনপির মতো একই মত পোষণকারী রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আনতে পারবেন।
তবে চিঠিতে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।
কমিশন বলেছে, বিএনপি যখনই সিদ্ধান্ত নেবে তখনই বৈঠক হবে।