টুইটারে রাম চরণের ফলোয়ার ৩০ লাখেরও বেশি, কিন্তু নিজে ফলো করেন মাত্র ৬ জনকে!
বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পর অস্কার এবং গোল্ডেন গ্লোবের মঞ্চে স্বীকৃতি। সেরা মৌলিক গানের ক্যাটাগরিতে 'নাটু নাটু' অস্কার জেতার পর থেকে 'আরআরআর' এখন সবার চেনা নাম, বেড়েছে সিনেমার অভিনেতাদের পরিচিতিও।
একই ধারায় এখন শুধু তেলেগু সিনেমার জগতেই আটকে নেই 'আরআরআর' এ নাম ভূমিকার অভিনয় করা রাম চরণের জনপ্রিয়তা। সেইসাথে সামাজিক মাধ্যমে প্রতিদিনই বাড়ছে তার অনুসারীর সংখ্যা। টুইটারে ৩০ লাখেরও বেশি অনুসারী রামচরণের। কিন্তু তিনি নিজে ফলো করেন মাত্র ৬ জনকে!
টুইটারে রাম চরণ যাদেরকে ফলো করেন, তারমধ্যে প্রথমে আছেন তার বাবা, তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী। একটি সংবাদ মাধ্যমকে সম্প্রতি রাম চরণ জানান, 'আরআরআর' অস্কার পাওয়ার পর যখন দেশে ফিরছিলেন, তখন তার বাবা চিরঞ্জীবী দিল্লি বিমানবন্দরে ছুটে এসেছিলেন। এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিলেন যে হায়দরাবাদে বসে আর অপেক্ষা করতে পারছিলেন না।
বাবার পর রাম চরণ টুইটারে অনুসরণ করেন তার সাফল্যের অন্যতম 'কারিগর' এসএস রাজামৌলিকে। রাম চরণের জীবনের অন্যতম সেরা হিট 'আরআরআর'-এর পরিচালক তিনি।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, একটি সাক্ষাৎকারে রাম চরণ বলেছিলেন, "১৪ বছর আগে মগধীরা করেছিলাম। আমি টাস্ক-মাস্টারদের সঙ্গে কাজ করতে ভালবাসি। যারা আমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছেন, তাদের আমি খুব পছন্দ করি। আমার স্ত্রী সেই কাজটি করেছেন। রাজামৌলিও তা-ই।"
"রাজমৌলির সঙ্গে কাজ করা অনেকটা স্কুলে যাওয়ার মতো। আমার বাবা এবং পবন কল্যাণের পর রাজামৌলিকে আমি সবথেকে বেশি সম্মান করি। প্রভাস, জুনিয়র এনটিআর-সহ প্রত্যেক অভিনেতাকে তাদের জীবনের সবথেকে বড় হিট উপহার দিয়েছেনে রাজামৌলি। আর এটা একমাত্র রাজামৌলিই পারেন।"
রাম চরণের সাফল্যের বেশ বড় একটা কৃতিত্ব তার স্ত্রী উপাসনার। বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই একথা বলেন রাম চরণ। স্বাভাবিকভাবেই স্ত্রীকে টুইটারে ফলো করেন নায়ক।
তালিকায় এরপরই আছেন রাম চরণের চাচা, দক্ষিণের আরেক তারকা পবন কল্যাণ। চাচার প্রতি তার শ্রদ্ধা, ভালবাসার কথা বেশ কয়েকবারই প্রকাশ করেছেন রাম চরণ। এমনকি তাকে 'গুরু', 'অনুপ্রেরণা' বলেও উল্লেখ করেন তিনি।
আরেক পরিচালক শঙ্কর শনমুগামকেও টুইটারে ফলো করেন রাম চরণ। শঙ্করের 'আরসি ১৫' ছবিতে অভিনয় করছেন তিনি। এই রাজনৈতিক থ্রিলার ছবিতে তিনি দ্বৈত চরিত্রে আছেন বলে জানা গেছে। এ সিনেমায় রামচরণের বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।
ভিন্ন ধরনের পোস্টের জন্য সমাজমাধ্যমে দারুণ জনপ্রিয় মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তার অনুসারীর সংখ্যাও লাখ লাখ। সেই আনন্দকেও টুইটারে অনুসরণ করেন রাম চরণ।