‘আমরা খেলবো, বাঘের মতো খেলবো’
তিন বিভাগেই প্রতিপক্ষকে শাসন করতে হবে। যেখানে সুযোগ হবে, সেখানেই রাজত্ব কায়েম করতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে সব ম্যাচেই এমন মানসিকতার বাংলাদেশের দেখা মিলেছে। যা মূলত শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে। ব্যাট হাতে আক্রমণাত্মক শুরুর পর তা চালিয়ে নেওয়া, বোলিংয়ে প্রথম বল থেকেই উইকেট পাওয়ার নেশা আর ফিল্ডিংয়ে সর্বোচ্চ চেষ্টা করা- অধিনায়ক সাকিব আল হাসান দলের মধ্যে এমন আগ্রাসী মনোভাব ছড়িয়ে দিয়েছেন বলে জানালেন রনি তালকুদার।
সর্বশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশার শেষ ছিল না বাংলাদেশের, এই দুই আসর থেকে বলার মতো কিছুই মেলেনি তাদের। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের অমোঘ নিয়তি, এমনও ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাল্টে যায় দৃশ্যপট। সংগ্রাম করে আসা সংক্ষিপ্ততম ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারায় সাকিব আল হাসানের দল। এবার আয়ারল্যান্ডকেও এই তেতো স্বাদ দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ।
প্রায় আট বছর পর জাতীয় দলে ফিরেছেন রনি। সেই সময়ে আবাহনীতে অধিনায়ক সাকিবকে যেভাবে দেখেছিলেন, তাকে একইভাবে পেয়েছেন বলে জানালেন তিনি। সাকিবের আগ্রাসী মনোভাব জানাতে গিয়ে রনি বলেন, 'সাকিব ভাই কিংবদন্তি ক্রিকেটার। সাকিব ভাইয়ের সঙ্গে আবাহনীতে একসঙ্গে খেলেছি প্রায় ১২ বছর আগে। তখন একই ইনটেন্ট উনার ভেতরে ছিল, একই মন-মানসিকতা ওনার ভিতরে ছিল। উনি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেন আর ডমিনেট করার চেষ্টা করেন।'
'উনার যে ডমিনেটিং চিন্তাভাবনা, সেটা দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা খেলব, বাঘের মতো খেলব। আমরা ডমিনেট করার চেষ্টা করব। আমাদের ভয়ডর থাকবে না, সব সময় ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে যাব। হতে পারে কখনও আমার ব্যর্থ হব, আবার সফল হব। যদি আমরা এই জিনিসটা ক্যারি করতে পারি, এটা ধারণ করে চললে আমাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা কোচ-অধিনায়কের চিন্তাভাবনাও একই।' যোগ করেন রনি।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার পর পাঁচ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ৩৩ গড়ে ১৬৫ রান করেছেন বাংলাদেশের এই ওপেনার। সব ম্যাচে রানের দেখা না পেলেও তার শারীরিক ভাষায় ছিল হার না মানার দৃঢ় মতোভাব, প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলার সংকল্প। এই সাহসটা তিনি পেয়েছেন টিম ম্যানেজমেন্টের দেওয়া স্বাধীনতা থেকে। সঙ্গে অধিনায়ক সাকিবের কাছ থেকে পাওয়া বার্তায় পুরোপুরি ভয়ডরহীন হয়ে উঠেছেন বাংলাদেশের এই ওপেনার।