এবার নিজের শরীরে মেসির উল্কি আঁকালেন ওতামেন্দি
লিওনেল মেসিকে আর্জেন্টিনার জনগণ যে দেবতা তুল্য মনে করেন তার প্রমাণ গত কয়েকদিনে বেশ কয়েকবার পাওয়া গিয়েছে। আর্জেন্টিনার খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফের সদস্যরাও যেন বুঁদ মেসির নেশাতে।
এমিলিয়ানো মার্তিনেস, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার কিংবা এনসো ফার্নান্দেজরা মেসিকে নিয়ে কথা বলেই যেন শেষ করতে পারেন না। তবে এবার নিকোলাস ওতামেন্দি যা করলেন, তা ছাড়িয়ে গিয়েছে বাকি সব কিছুকেই।
বিশ্বকাপ জয়ের প্রায় সাড়ে তিন মাস পর নিজের শরীরে নতুন উল্কি আঁকিয়েছেন ওতামেন্দি। সাধারণত নিজের কিংবা পরিবারের কারোর ছবি আঁকানোটা স্বাভাবিক বিষয়। কিন্তু আর্জেন্টিনা ডিফেন্ডার তার কোনোটিই করেন নি।
ওতামেন্দি নিজের শরীরের আঁকিয়েছেন মেসির বিশ্বকাপে চুমু খাওয়ার ছবি! সেইসাথে আর্জেন্টাইন জাদুকরের বিখ্যাত উদযাপন, আকাশের দিকে তাকিয়ে দুই হাত উঁচু করে কিছু বলার একটি ছবিও আঁকিয়েছেন ৩৪ বছর বয়সী ওতামেন্দি।
শুধু তাই নয়, বিশ্বকাপ জয়ের পর মেসি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ক্যাপশন সহ, যেটি ছিলো, 'আমাকে কেউ কীভাবে বোঝাবে যে জাদু বলে কিছু নেই'! ওতামেন্দি সেটিও লিখিয়েছেন নিজের বুকের ডানপাশের অংশে।
লিওনেল মেসির এমনই মাহাত্ম্য যে প্রায় সমবয়সী সতীর্থরাও তার ঘোর থেকে বের হতে পারেন না। যার জলন্ত প্রমাণই ওতামেন্দির এই কাজ।