আজ ব্যাংকার্স সভা: ঋণ মামলার অগ্রগতি ও নগদবিহীন লেনদেন বিস্তারে থাকছে আলোচনা
রোববার (২ এপ্রিল) দেশের সবকয়টি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আজের বৈঠকে তফসিলি ব্যাংকগুলোর অর্থঋণ আদালতে মামলার অগ্রগতি ও নগদবিহীন লেনদেনে (ক্যাশলেস পেমেন্ট) 'বাংলা কিউআর কোডে'র সার্বজনীন ব্যবহারসহ একাধিক বিষয়ে আলোচনা করা হবে।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তার সূত্রে জানা গেছে, দেশের ডলার বাজারের সার্বিক অবস্থা, ২০২৪ অর্থবছরের (জুলাই-ডিসেম্বর) ছয় মাসের প্রাক মুদ্রানীতি এবং ব্যাংকারদের জন্য হাসপাতাল তৈরির বিষয়েগুলোও আলোচানায় উঠে আসবে।
সহজে খেলাপি ঋণ আদায়ের জন্য ২০০৩ সালে অর্থঋণ আদালত গঠিত হয়। অর্থঋণ আদালতের শুরু থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এ আদালতে মামলা হয়েছে ২,২২,৩৪৮টি। এসব মামলায় জড়িত অর্থের পরিমাণ ২,৪৯,১৮৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬,০০০ কোটি টাকা বেশি।
এসব ঋণের অর্থ কীভাবে অতিদ্রুত ও বেশি পরিমাণে উদ্ধার করা যায়, তা নিয়ে ব্যাংকার্স সভায় আলোচনা করা হবে বলে জানিয়েছেন ব্যাংকাররা।
এদিকে, ১৮ জানুয়ারি ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ প্রচারণার উদ্বোধন করা হয়। বর্তমানে ১০টি ব্যাংক, ৩টি এমএফএস ও ৩টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম বাংলা কিউআর উদ্যোগে অংশ নিয়েছে।
নির্দিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সব ধরনের আর্থিক লেনদেন করতে সম্প্রতি চালু হয় বাংলা কিউআর কোড পেমেন্ট সিস্টেম। এর ফলে গ্রাহকদের বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হয় না।
তাই যেসব ব্যাংকের অ্যাপভিত্তিক সেবা রয়েছে তাদের সবাইকে সহজে কীভাবে বাংলা কিআর কোডে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়েই আলোচনা হবে আজকের সভায়। যদিও এর আগে, গত আড়াই মাসে এসব ব্যাংকগুলোর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বসেছে কেন্দ্রীয় ব্যাংক।
শুরুতে রাজধানী মতিঝিলে প্রায় ১,২০০ মার্চেন্ট গ্রাহকদের সঙ্গে বাংলা কিউআর কোড ব্যবহার করে লেনদেন চালু করে। এরপর নতুন করে গোপালগঞ্জ, রংপুর, গাজীপুর এবং নাটোর- এই চার জেলায় অ্যাপ-ভিত্তিক লেনদেন সেবা চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া আগামী ২০২৪ অর্ধবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী জুনের শেষ সপ্তাহে। এই মুদ্রানীতি উপলক্ষে, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থনীতিবিদ ও ব্যাংকারদের সঙ্গে বৈঠক করবেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণের সুদহারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বেঞ্চমার্ক নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে পরবর্তী মুদ্রানীতিতে বর্তমান ৯ শতাংশ হারের সীমা তুলে দেওয়া হবে।
বাজারের পরিস্থিতি বিবেচনায় প্রতিমাসে এই বেঞ্চমার্ক রেট পরিবর্তন করা হবে বলে জানা গেছে।
এছাড়া, গত ১৬ জুন ২০২২ তারিখে ব্যাংকার্স সভায় ব্যাংকারদের জন্য একটি পৃথক হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের জন্য রাজধানীর সবচেয়ে সুবিধাজনকস্থানে জায়গা নির্ধারণ নিয়েও আলোচনা হবে বৈঠকে। গত ৯ মাস ধরে হাসপাতাল নির্মাণের সার্বিক আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।